গোঁদের উপর বিষফোঁড়া! পাকিস্তানকে বিরাট শাস্তি দিল ICC

Published:

ICC punishes Pakistan cricket team for slow over-rate against New Zealand
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে মুখ পুড়েছে পাকিস্তানের (Pakistan Cricket Team)। তবে খালি হাতে মিনি বিশ্বকাপ ছাড়লেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের যাত্রা শুরু করেছিল গ্রিন আর্মি। তবে সেই মঞ্চেও পরাস্ত হয় পাক দল।

বর্তমানে কিউইদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। যেই আসরে ইতিমধ্যেই 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে ম্যাচ আগামীকাল। এহেন আবহে পাকিস্তানকে বড়সড় শাস্তি দিল ICC। সূত্রের খবর, বুধবার হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন স্লো ওভার রেটের কারনে দোষী সাব্যস্ত হয়েছে মহম্মদ রিজওয়ানের দল।

পাকিস্তানকে বড় শাস্তি ICC-র

বুধবার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন কিউইদের বিপক্ষে ধীর ওভার রেটের কারণে দোষী প্রমাণ হয়েছে পাকিস্তান দল। জানা গিয়েছে, স্লো ওভার রেটের অপরাধ স্বীকার করে নিয়েছেন অধিনায়ক রিজওয়ান। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন ম্যাচ রেফারি জেফ ক্রো পাকিস্তান ক্রিকেট দলের ম্যাচ ফির ওপর 5 শতাংশ জরিমানা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেল, নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হওয়ায় জরিমানার শাস্তি মেনে নিয়েছে পাকিস্তান। ফলত, আপাতত আনুষ্ঠানিক শুনানির কোনও প্রয়োজন নেই। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, জরিমানা নিয়েই থেমে থাকবে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। মনে করা হচ্ছে, ধীর গতির ওভারের কারণে ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে পাকিস্তানের।

অবশ্যই পড়ুন: চিন সফরে হুঙ্কার ছেড়েছিলেন ইউনূস! জেনেও বৈঠক সারলেন মোদি, নেপথ্যে কোন রহস্য?

একটানা দ্বিতীয় ম্যাচেও সমগোত্রীয় অপরাধ

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, একটানা দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড়সড় জরিমানা গুনছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গিয়েছে, এর আগে নেপিয়ারে প্রথম ওয়ানডে চলাকালীন সহকারী দল দুই ওভার কম বল করেছিল। ফলত, স্লো ওভারের কারণে ম্যাচ ফির 10 শতাংশ জরিমানা করা হয় পাকিস্তানকে। এবার ফের একই কারণে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর শাস্তি ভুগতে হচ্ছে গ্রিন আর্মিকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join