এশিয়া কাপে বিতর্কিত আচরণের জের, নির্বাসিত রউফ! কঠিন শাস্তি পেলেন সূর্য, বুমরাহরাও

Published:

ICC Punishment For Asia Cup to Suryakumar Yadav haris Rauf Jasprit see the list
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে অগ্রহণযোগ্য আচরনের কারণে 37 দিন পর ভারতের সূর্যকুমার যাদব, পাকিস্তানের ভারত বিদ্বেষী বোলার হ্যারিস রউফদের শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শৃঙ্খলারক্ষা কমিটি (ICC Punishment For Asia Cup)। জানা যাচ্ছে, মূলত রাজনৈতিক বক্তব্যের কারণে শাস্তি পেলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অন্যদিকে, এশিয়া কাপে ভারতের সাথে ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার বিদ্বেষমূলক আচরণ করেছিলেন পাক পেসার হ্যারিস। তাই প্রত্যাশামতোই তাঁর ঘাড়েও বসলো শাস্তির খাড়া। এছাড়াও শাস্তি পেয়েছেন জসপ্রীত বুমরাহ সহ দু’দেশের মোট চারজন ক্রিকেটার।

কোন প্লেয়ার কী শাস্তি পেলেন?

এবছর এশিয়া কাপে একেবারে অপ্রতিরোধ্য থেকেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি অবশ্য চরম নির্লজ্জতা দেখিয়ে টিম ইন্ডিয়ার প্রাপ্য ট্রফি আটকে রেখেছেন! তবে সেসবের মাঝেও বারবার উঠে আসছে ভারতের সাফল্যের প্রসঙ্গ। না বললেই নয়, এশিয়া কাপের মঞ্চে মোট তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। পহেলগাঁও জঙ্গি হামলার পর সেটাই ছিল প্রথমবারের মতো আমনা সামনা। সেই তিন ম্যাচের তিনটিতেই পাকিস্তানকে গুঁড়িয়ে ছেড়েছে ভারত।

বলাই বাহুল্য, ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের তিন ম্যাচ ঘিরে দু দেশের ক্রিকেটারদের বিভিন্ন বিতর্কিত আচরণ হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমত ক্রিকেটের মাঝে রাজনীতি করার অভিযোগ ওঠে সূর্যকুমারের বিরুদ্ধে। অন্যদিকে ভারতের সাথে ম্যাচ চলাকালীন হাত দিয়ে ইশারা করে বিমান ভেঙে পড়ার ভঙ্গি করেন পাকিস্তানের পেসার রউফ। যা দেখেছে কার্যত গোটা ক্রিকেটবিশ্ব। এছাড়াও পরবর্তীতে পাকিস্তানি পেসার হ্যারিস রউফকে বোল্ড করে হাত দিয়ে বিমান নামানোর ভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভারতীয় বোলার জসপ্রীতও। আর তাতেই শাস্তি পেয়েছেন তিনি।

জানিয়ে রাখি, খেলার মাঝে রাজনীতি করার কারণে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকে 2 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। একই সাথে ম্যাচ ফির 30 শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অন্যদিকে পাকিস্তানের জোরে বোলার রউফের শাস্তি বাবদ দুই ম্যাচের জন্য 30 শতাংশ করে মোট 60 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। এছাড়াও দুবারের জন্য দুটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। কাজেই 4 বার ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে দুটি ম্যাচের জন্য নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার।

অবশ্যই পড়ুন: সাঁতরাগাছি, শালিমার রুটে বাতিল থাকবে বহু ট্রেন, দেখুন তালিকা

এদিকে ভারতের তারকা পেসার বুমরাহ নিজের বিতর্কিত আচরণ নিয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। একই সাথে সুপার ফোর পর্বে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান অর্ধশতরান করার পর ব্যাট উঁচিয়ে বন্দুকের মতো তাক করে উচ্ছাস করেছিলেন। সেটাও হয়ে গিয়েছিল বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। এই আচরণের কারণে তুলনায় অনেকটা কম শাস্তি পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাঁকে সতর্ক করে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে। জানিয়ে দিই, ব্যাট হাতে বন্দুক উচ্ছাস নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের দাবি ছিল, ‘আমাদের পাকিস্তানের পাখতুন গোষ্ঠীর মানুষেরা এভাবেই উদযাপন করে। বিয়ের অনুষ্ঠানও এমন ভাবে উদযাপিত হয়।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join