‘ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অসম্ভব’, পাকিস্তানকে তুমুল ভর্ৎসনা ICC-র! অন্য দেশে টুর্নামেন্ট?

Published on:

icc champions trophy 2025

কলকাতাঃ ২৯ বছর পর কোনও আন্তর্জাতিক ট্রফির আয়োজন করতে চলেছে পাকিস্তান। যদিও, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC champions trophy) আদৌ পাকিস্তানে হবে কি না, সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত খবর আসেনি। কিন্তু ভারত বেঁকে বসায়, পাকিস্তানের কপাল পুড়তেও পারে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, টিম ইন্ডিয়া কোনও ভাবেই পাকিস্তানে খেলতে যাবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারত বেঁকে বসায় ICC-র তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হাইব্রিড মডেলে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে। যদিও, পাকিস্তান ক্রিকেট বোর্ড তা অস্বীকার করে দেয়। এরপর PCB ভারতীয় দলকে নিয়ে উল্টোপাল্টা বয়ানও দিতে থাকে। যার কারণে ICC পাকিস্তানকে ভর্ৎসনা করেছে।

PCB-কে ভর্ৎসনা ICC-র

ANI-র রিপোর্ট অনুযায়ী, ‘ICC এই টুর্নামেন্ট নিয়ে লাগাতার পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে। এছাড়াও ICC আরও একবার পিসিবির সামনে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। এছাড়াও ICC পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কেন, কোনও ICC টুর্নামেন্টই করা সম্ভব নয়। এছাড়াও ICC পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিরুদ্ধে বয়ানবাজি না করারও কথা বলেছে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১৬ বছর ধরে পাকিস্তানে যায় না টিম ইন্ডিয়া

নিরাপত্তাজনিত কারণে বিগত ১৬ বছর ধরে পাকিস্তানে যায় না টিম ইন্ডিয়া। ২০১২-১৩ সালে শেষবার দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দুই দলকে শুধুমাত্র এশিয়া কাপ ও ICC-র টুর্নামেন্টেই দেখা গিয়েছে। ২০০৮ সালে পাকিস্তানে শেষবারের মতো খেলতে গিয়েছিল ভারত। এছাড়া ১৯৯৬ সালে পাকিস্তানে শেষবার বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group