কবে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ ক্রিকেট ২০২৫? জানুন ভারতের ম্যাচ আর ফাইনালের দিন

Published on:

ICC Womens Cricket ODI World Cup 2025 schedule and details-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষিত নারী বিশ্বকাপ ক্রিকেট ২০২৫-এর (Women’s Cricket ODI World Cup 2025) দিনক্ষণ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূচি অনুযায়ী, আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নারীদের ODI ক্রিকেট বিশ্বকাপ, চলবে 2 নভেম্বর পর্যন্ত।

বলে রাখা ভাল, এই আসরে অংশ নেবে মোট 8টি শক্তিশালী দল। এ বছর, ICC-র এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পড়েছে ভারত এবং শ্রীলঙ্কার উপর। তাই বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বো এবং ভারতের গুয়াহাটি, ইন্দোর, ভাইজাগ এবং নবি মুম্বাইতে।

2025 নারীদের বিশ্বকাপে ভারতের ম্যাচ কবে কবে?

গত 19 আগস্ট, এশিয়া কাপের জন্য সূর্য কুমারদের দল ঘোষণার পাশাপাশি ভারতীয় নারীদের আসন্ন ODI বিশ্বকাপের দলও ঘোষণা করেছে BCCI। প্রত্যাশামতোই ভারতের 15 সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিশ্বকাপের মহিলা দল থেকে বাদ পড়েছেন শেফালি বর্মা। যদিও বাংলার মেয়ে রিচা ঘোষ আসন্ন বিশ্বকাপে খেলবেন।

এবার আসা যাক একদিনের বিশ্বকাপে ভারতীয় নারী বাহিনীর ম্যাচ কবে কবে রয়েছে সে বিষয়ে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর ঘোষিত সূচি অনুযায়ী, ভারতের প্রথম ম্যাচ রয়েছে 30 সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর 5 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মাঠ দখল করবেন ভারত। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে 9 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই মহারণের পর আসন্ন 12 অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এছাড়াও, 19 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে, 23 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং 26 অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। বাকি দলগুলির ম্যাচের তারিখ ICC-র সূচি থেকে দেখে নিতে পারেন।

সেমিফাইনাল, ফাইনাল কবে?

চলতি বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল 1 অনুষ্ঠিত হবে 29 অক্টোবর। এই আসরে দুই যোগ্য দলের ম্যাচ গুয়াহাটি অথবা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে পারে। এরপর বাকি শেষ চারের লড়াই অর্থাৎ সেমিফাইনাল 2 অনুষ্ঠিত হবে 30 অক্টোবর। সেমিফাইনাল পর্ব শেষ হলে আসন্ন 2 নভেম্বর অনুষ্ঠিত হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই সূত্রে বলি, ফাইনাল ম্যাচের ভেন্যু এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। এটি খুব সম্ভবত কলম্বো অথবা নবী মুম্বাইতে অনুষ্ঠিত হতে পারে।

ভারতীয় মহিলাদের একদিনের বিশ্বকাপের ঘোষিত দল

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা এবং যস্তিকা ভাটিয়া।

রিজার্ভ দল বা স্ট্যান্ডবাইতে রয়েছেন, তেজল হাসবনিস, প্রেমা রাওয়াত, সায়ালি সাতঘরে, প্রিয়া ছেত্রী, মিন্নু মানি এবং মিশ্র, ঊমা।

ICC Womens Cricket ODI World Cup 2025 schedule and details-bkm

অবশ্যই পড়ুন: ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের, রেগে অগ্নিশর্মা ডোনাল্ড

প্রসঙ্গত, শেষবারের মতো 2022 সালে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়ার নারী বাহিনী। এ বছরও সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে অজিরা। অন্যদিকে আজ পর্যন্ত একদিনের বিশ্বকাপে ট্রফি জিততে পারেনি ভারতীয় নারী দল। কাজেই তাঁদের কাছেও সুযোগ থাকবে নতুন ইতিহাস তৈরির। জানিয়ে রাখা ভাল, মহিলাদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত, শ্রীলঙ্কা ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড এবং পাকিস্তান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥