বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের পর এবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। অক্টোবরের প্রথম রবিবার এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহিলা দলের লড়াই হবে শ্রীলঙ্কায়। বলা বাহুল্য, দুই দলই চলতি একদিনে বিশ্বকাপে (ICC Women’s World Cup:) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। কিন্তু কীভাবে একেবারে বিনামূল্যে দেখবেন এই ম্যাচ? রইল সেই উপায়।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের পুরুষদের এশিয়া কাপের তিন রবিবারের পর অক্টোবরের প্রথম রবিবার অর্থাৎ আজ বিকেল 3টে থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান মহিলা দলের বহু অপেক্ষিত দ্বৈরথ। এর আগে দুপুর আড়াইটের সময় অনুষ্ঠিত হবে টস পর্ব। বলা বাহুল্য, আজ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী একদিনের বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
কীভাবে সম্পূর্ণ বিনামূল্য দেখবেন ভারত-পাক ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামবেন হরমনপ্রীত কৌরেরা। কারণ, গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী ব্যাটিংয়ের দৌলতেই জিতেছিল ভারত। বলে রাখি, আজ ভারত বনাম পাকিস্তান নারীবাহিনীর হাই ভোল্টেজ ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে হলে চোখ রাখতে হবে JioHotstar এ। এছাড়াও স্টার স্পোর্টস নেটওয়ার্কেও সম্প্রচারিত হবে এই ম্যাচ।
অবশ্যই পড়ুন: ঘোষিত IFA শিল্ডের সূচি, কবে কবে মাঠে নামবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? ডার্বি হবে তো?
ম্যাচে বাগড়া হতে পারে বৃষ্টি?
না বললেই নয়, গতকাল অর্থাৎ শনিবার কলম্বোয় অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচেও যে তেমন কিছু হতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। India.com এর রিপোর্ট অনুযায়ী, রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোতে। কাজেই, গোটা ম্যাচ ভেস্তে না গেলেও শুরুর দিকে বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, রবিবার, পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে তাদের ব্যাটিং। গত ম্যাচে এই ব্যাটিংয়ের কারণেই ভুগেছিল দলটি। একের পর এক উইকেট হারিয়ে বেহাল দশা হয়েছিল ফতিমা, ডায়ানাদের। আজ সেই চেনা ময়দানেই ভারতের বিপক্ষে নামছে পাক বাহিনী। তাই বাড়তি চিন্তা থাকবেই। অন্যদিকে, কলম্বোর মাটিতে বহুদিন খেলেনি ভারতের মেয়েরা। কাজেই, নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন হরমনপ্রীতরাও।