বিশ্বকাপের প্রতিটি ম্যাচে হেরে বিদায়, ICC কে দুষলেন পাক অধিনায়ক ফতিমা!

Published:

ICC Women's World Cup Pakistan captain Fatima Sana on ICC big statement
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার মহিলা ওয়ানডে বিশ্বকাপের (ICC Women’s World Cup) প্রতিটি ম্যাচে ব্যর্থ হয়ে শেষমেষ বিদায় নিল পাকিস্তানও। যদিও, বৃষ্টির কারণে গতকালের শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উপর ক্ষোভ ঝেড়েছেন পাক অধিনায়ক ফতিমা সানা। কার্যত ICC-র ঘাড়ে দোষ ঠেলেই ফতিমার অভিযোগ, ‘তাদের দুর্বল পরিকল্পনার কারণেই আজ চার বছরের পরিশ্রম জলে গিয়েছে পাকিস্তান দলের!’

পাক অধিনায়কের ক্ষোভ ICC র বিরুদ্ধেই!


চলতি মহিলা বিশ্বকাপে দাপট দেখিয়ে প্রথম তিনে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মহিলা দল। তালিকার চার নম্বরে থেকে সেমিফাইনালের আসন পাকা করে নিয়েছে ভারতও। এদিকে, চলতি মহিলা বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতা নিয়ে একের পর এক ম্যাচে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান মহিলা দল। তবে একটানা পরাজয়ের পর শুক্রবারের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা।

গতকাল, পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ 4.2 ওভারে গড়াতেই বাগড়া হয় বৃষ্টি। একটানা বর্ষায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ম্যাচ। আর সেই ঘটনার পরই ICC র ঘাড়ে পুরো দোষ চাপিয়ে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা! তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এবারের আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। কিন্তু ICC র উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভাল ভেন্যু ঠিক করে রাখা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার চারটে বছর অপেক্ষা করে থাকি।’ সবমিলিয়ে, সরাসরি না বললেও নিজেদের ব্যর্থতা এবং বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের দায় কথায় কথায় ICC র উপর চাপিয়েছেন পাক অধিনায়ক।

এদিন পাকিস্তান দলের পারফরমেন্স নিয়েও কথা বলেছিলেন ফতিমা। দল যে খারাপ খেলেছে সরাসরি তা মানতে নারাজ তিনি। তাঁর কথায়, ‘আমাদের দলের বোলিং এবং ফিল্ডিং দুর্দান্ত ছিল। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম। তবে দুটো ম্যাচে আমাদের ব্যাটিং ভাল ছিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধেও আমরা ভাল লড়াই করেছি। শুধু দুর্ভাগ্য আমরা জিততে পারিনি।’

অবশ্যই পড়ুন: শেষ ওয়ানডে থেকে কেন বাদ নিতিশ? ২৩৬ এ অজিদের গুটিয়ে যাওয়ার আগেই কারণ ব্যাখ্যা BCCI-র

মাত্র 22 বছর বয়সে বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন ফতিমা। তবে শেষ পর্যন্ত কোনও আশার আলো দেখতে পাননি তারা। সে নিয়ে কথা বলতে গিয়ে পাক অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে এ বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। প্রতিযোগিতার আগে আমাদের ক্রিকেট খেলার সুযোগ কম ছিল। আরও বেশি ম্যাচ খেলা দরকার ছিল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেটার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়া উচিত।’

এদিন একেবারে শেষে পাক অধিনায়ক স্পষ্ট জানিয়েছিলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশামতোই পারফর্ম করতে পারবে পাকিস্তান দল। তবে অন্যান্য ক্ষেত্রে না হলেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join