বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final) যাওয়ার রাস্তাটা মেলবোর্ন টেস্টের আগেই ভঙ্গুর হয়ে গিয়েছিল। সেই পথ মসৃণ করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিকে থাকতে পারেনি রোহিত বাহিনী। তাই মেলবোর্নের মাটি কামড়ে ধরে থাকা ভারতের কাছে সিডনি টেস্টে জয় আবশ্যিক হয়ে পড়ে। তবে সিডনির ময়দানে জয় হাসিল করেও ভারতকে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা টেস্টের জন্য।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেখানে লঙ্কানদের দুর্দান্ত পারফরমেন্সই ভারতকে ফাইনালের সিঁড়িতে পৌঁছে দেওয়ার একমাত্র চাবিকাঠি। কাজেই ভারতীয় দল যদি সিডনি টেস্ট জিতে যায় সেক্ষেত্রে, ভারতের পয়েন্ট তালিকায় 19 টেস্ট শেষে 126 পয়েন্ট থাকবে। শতাংশের বিচারে যা হবে 55.26। আর এই অল্প পুঁজি নিয়েই লঙ্কানদের জন্য প্রার্থনা করতে হবে ভারতকে।
ভারতকে বাঁচাতে দুই টেস্ট ড্র করবে শ্রীলঙ্কা!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লঙ্কানরা যদি আসন্ন টেস্টের দুটিতেই ড্র করে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 55.26 শতাংশে। যা ভারতের বর্তমান পার্সেন্টেজের সমান হবে। কাজেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশিরভাগ সিরিজ জয়ের নিরিখে WTC ফাইনালে জায়গা করে নেবে ভারত।
শ্রীলঙ্কা ভুল করলেই ফাইনাল হাতছাড়া হবে ভারতের
সমীকরণ বলছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কা যদি 1-1 সমতা নিয়ে শেষ করে সেক্ষেত্রে সুযোগ তৈরি হবে অস্ট্রেলিয়ার কাছে। কেননা, লঙ্কানদের বিরুদ্ধে একটি টেস্ট জিতলেও পয়েন্ট টেবিলে নম্বর বাড়বে অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে কামিন্সদের পিটিসি গিয়ে দাঁড়াবে 57.01 শতাংশে। আর এই ঘটনাই ভারতকে সরিয়ে অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ করে দেবে। যেখানে ভারত আটকে থাকবে 55.26 পয়েন্ট পার্সেন্টেজেই।
অস্ট্রেলিয়াকে আটকাতে 2-0 ব্যবধানে জয় খুঁজবে লঙ্কানরা
অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কা সফরে গিয়ে 0-2 ব্যবধানে চুনকাম হয়ে আসে সেক্ষেত্রে তাদের পয়েন্ট তালিকায় বড়সড় পতন ঘটবে। সূত্র বলছে, শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া যদি আসন্ন সিরিজ হেরে যায় তাহলে অজিদের পয়েন্ট গিয়ে ঠেকবে 50 শতাংশে। আর এই ঘটনা বাস্তবায়িত হলে তবেই অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি ফাইনাল থেকে সরাতে পারবে শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়াকে 1-0 ব্যবধানে হারালেও সুযোগ রয়েছে ভারতের
2-0 সম্ভব না হলেও শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে 1-0 ব্যবধানেও হারায় সেক্ষেত্রে অজিদের পিটিসি গিয়ে দাঁড়াবে 53.5 শতাংশে। অন্যদিকে শ্রীলঙ্কার ঝুলিতে নম্বর বেড়ে পিটিসি হবে 48.72 শতাংশ। আর এই ঘটনা বাস্তব রূপ পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথে ভারতকে আটকাতে পারবেনা কোনও শক্তিই।
অস্ট্রেলিয়া 1-0 ব্যবধানে জিতলে ছিটকে যাবে ভারত
শ্রীলঙ্কার ঘরের মাঠে অস্ট্রেলিয়া যদি একটি টেস্টেও জয় দেখাতে পারে সেক্ষেত্রে অজিদের পিটিসি গিয়ে দাঁড়াবে 58.77 শতাংশে। যা ভারতের জন্য চরম দুর্ভাগ্য বহে আনবে। সূত্র বলছে, অস্ট্রেলিয়া যদি লঙ্কানদের 1-0 ব্যবধানেও হারায় তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার অদম্য ইচ্ছা ভেঙে চুরমার হয়ে যাবে বিরাটদের।
সিডনি টেস্ট ড্র হলেই সব শেষ!
চলতি সিডনি টেস্টে ভারতকে যে জিততেই হবে এ কথা মেলবোর্নের রণক্ষেত্রে পরাজিত হয়েই বুঝে গিয়েছিলেন রোহিত শর্মারা। তবে ভুলবশত যদি সিডনি টেস্ট ড্র হয়ে যায় সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে অস্ট্রেলিয়া ছিটকে যাবে ঠিকই, সেই সাথে 51.75 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হবে ভারতকেও। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার দুর্ভাগ্যকে সামনে রেখে 53.85 শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে শ্রীলঙ্কা। তাই আমরণ লড়াই করে সিডনি টেস্ট দখল করা ভারতের এখন প্রথম লক্ষ্য।