বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (IHPL Fallout) ঘিরে ভয়াবহ অভিযোগ। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছিলেন ক্রিস গেইল, জেসি রাইডার এমনকি মার্টিন গুপ্টেইলের মতো খেলোয়াড়রা। শোনা যাচ্ছে, স্থানীয় ক্রিকেট এবং পর্যটনকে নতুন মাত্রা দিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে এসে বড় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়োজকরা। এবার তাঁরাই ক্রিস গেইলদের হোটেলবন্দি করে চম্পট দিলেন। সূত্রের খবর, হোটেলের বিপুল অঙ্কের অর্থ ফাঁকি দিয়েই পালিয়েছেন তাঁরা। তাতে ফের আরও একবার কলঙ্ক ছড়াল ক্রিকেটে।
হোটেলে আটকে 40 জন ক্রিকেটার এবং কর্মকর্তা!
স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, গত 25 অক্টোবর থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছিল 8 দলের IHPL। নির্ধারিত সূচি অনুযায়ী সেই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল 8 নভেম্বর মানে আর কিছুদিনের মধ্যেই। জানা যায়, গত শনিবার ম্যাচ শুরুর আগেই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয় কিছু কারিগরি ত্রুটির কারণে খেলা বাতিল করা হচ্ছে। আর এরপরই ক্রিকেটাররা জানতে পারেন, সেদিন রাতেই আয়োজকরা হোটেল ছেড়ে চম্পট দিয়েছেন।
অবশ্যই পড়ুন: এয়ার টিকিট বাতিল করলে আর গুনতে হবে না অতিরিক্ত চার্জ, প্রস্তাব দিল DGCA
একাধিক সূত্র মারফত খবর, এদিন ওই হোটেলে কমপক্ষে 40 জন ক্রিকেটার, আম্পায়ার এবং কর্মকর্তা আটকেছিলেন। জানা গিয়েছে, তাঁদের কাউকেই প্রাপ্য অর্থ দেওয়া হয়নি। এদিকে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, হোটেলের বিপুল অঙ্কের অর্থ ফাঁকি দিয়ে পালিয়েছেন আয়োজকরা। এ প্রসঙ্গে ভুক্তভোগী ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার স্পষ্ট বলেন, ‘আয়োজকরা কাউকে কিছু না জানিয়েই হোটেল ত্যাগ করেন। ক্রিকেটার আম্পায়ার এমনকি হোটেল কর্তৃপক্ষ কাউকেই টাকা দেওয়া হয়নি।’
এদিকে, শ্রীনগরের ওই হোটেল কর্তৃপক্ষ জানায়, ‘আয়োজকরা ক্রিস গেইল, গুপ্টেইলদের মতো নামজাদা আন্তর্জাতিক ক্রিকেটারদের এখানে এনে জম্মু ও কাশ্মীরের স্থানীয় ক্রিকেট এবং পর্যটন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা হোটেলের বিল সহ বাকিদের অর্থ পরিশোধ না করেই পালিয়েছেন।’ জানা যায়, শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের সাথে সমঝোতা করেই আন্তর্জাতিক ক্রিকেটারদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। যদিও এক প্রতিবেদন অনুযায়ী, আয়োজকরা যে কিছু ভুল পদক্ষেপ নিতে চলেছেন সেই আবাস নাকি আগেই পেয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গেইল। তাই তিনি নিজেই নাকি হোটেল কর্তৃপক্ষকে নিজের টাকা মিটিয়ে শনিবার চেক আউট করে বেরিয়ে যান।












