KKR-র স্বপ্ন ভঙ্গ? নিলামের আগেই ১৪.৫ কোটিতে ঈশান কিষাণকে তুলে নিল অন্য ফ্রাঞ্চাইজি

Published:

ishan kishan
Follow

কলকাতাঃ এবারের আইপিএলের মেগা নিলাম জমজমাট হতে চলেছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের মাটিতে হতে চলেছে এই নিলামের অনুষ্ঠান। তাঁর আগে সব দলই নিজেদের বাকেট লিস্ট রেডি করে ফেলেছে। আর তাঁর আগে এক মক অকশনে মুম্বইয়ের প্রাক্তন প্লেয়ার ঈশান কিষাণ ১৪.৫ কোটি টাকায় বিক্রি হয়েছে।

আসলে ভারতীয় টিমের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে একটি মক অকশনের আয়োজন করেন। সেখানেই MI-র প্রাক্তন প্লেয়ার ঈশান কিষাণকে নিয়ে দড়ি টানাটানি হয়। শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্ট সেই মক অকশনে ঈশান কিষাণকে ১৪.৫ কোটি দিয়ে কিনে নেয়।

ঈশান কিষাণকে ১৪.৫ কোটি দিয়ে কিনল LSG

মক অকশনে ঈশান কিষাণের বেস প্রাইজ ছিল ২ কোটি। সেখানে ৫ কোটি দিয়ে বিডিং শুরু হয়। চেন্নাই সুপার কিংস ইশানের জন্য ৫ কোটি দর তোলে। এরপর পঞ্জাব কিংস ১০ কোটি দর হাঁকায়। সব শেষে লখনউ সুপার জায়ান্ট ১৪.৫ কোটিতে নিজেদের দিকে টেনে নেয়।

কলকাতা নাইট রাইডার্সও কিনতে চায় ঈশান কিষাণকে

উল্লেখ্য, এবারের রিটেন প্লেয়ারদের লিস্টে ঈশান কিষাণকে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এও শোনা যাচ্ছে যে, ঈশানকে তাঁরা নিলামে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। ওদিকে কলকাতা নাইট রাইডার্সও নাকি ঈশান কিষাণকে দলে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এছাড়াও CSK, LSG, RCB, GT-ও এবার ঈশান কিষাণকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বলে খবর। তাই ঈশানকে ফের দলে ফেরানো মুম্বইয়ের পক্ষে যে সহজ হবে না, তা বোঝাই যাচ্ছে।

আরও
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join