বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে এশিয়ান ফুটবলে খারাপ সময় কাটাচ্ছে ভারতীয় ফুটবল দল। AFC এশিয়ান কাপের (AFC Asian Cup) বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের মতো পিছিয়ে থাকা দলের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছেন সুনীল ছেত্রীরা।
তাছাড়াও লজ্জাটা আরও চওড়া হয়েছে, একই দিনে সিঙ্গাপুরের কাছে বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশের পরাজয় সত্ত্বেও ওপার বাংলার ফুটবল দল রয়েছে ভারতের ওপরেই। আর এসবের মাঝেই প্রশ্ন উঠছে, তাহলে কি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হারাল ভারত? এশিয়ান কাপের প্রধান মঞ্চে ওঠার কতটা সম্ভবনা রয়েছে ভারতীয় দলের? সূত্র যা বলছে, সুনীলদের ক্ষেত্রে সম্ভাবনাটা ক্ষীন হলেও তা অসম্ভব নয়।
এশিয়ান কাপে ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ
গত মঙ্গলবার একই দিনে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে অংশ নিয়েছিল ভারত ও বাংলাদেশ। একদিকে ভারতের প্রতিপক্ষ ছিল হংকং, অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল সিঙ্গাপুর। শুধু সময়ের ব্যবধানে ভারত ও বাংলাদেশ দুই দলই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা করে উঠতে পারেনি।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দুই প্রতিবেশীর পরাজয় সত্বেও, ভারতের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, বর্তমানে এশিয়ান কাপের সি গ্রুপে সবার শেষে অর্থাৎ চার নম্বরে রয়েছেন সুনীলরা। একইভাবে সিঙ্গাপুরের কাছে হেরেও তিন নম্বরে ঝুলছে বাংলাদেশ।
কোন অঙ্কে এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে ভারত?
হংকং দলের বিরুদ্ধে হারের পর আপাতত ভারতের সামনে বেশ কয়েকটি মহারণ রয়েছে। বলে রাখি, এখনও সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ, হংকং দলের বিরুদ্ধে হোম ম্যাচ ও বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে লিস্টন কোলাসোদের। হিসেব বলছে, এশিয়ান কাপের মূল মঞ্চে খেলতে হলে শেষের এই চার ম্যাচের চারটিতেই জিততে হবে সুনীল ছেত্রীদের।
আর তা হলেই 13 পয়েন্ট ছোঁবে ভারতীয় দল। সেক্ষেত্রে ভারত যদি সবকটি ম্যাচ জিতে যায়, তবে হংকং ছাড়া আর কোনও দলই 13 পয়েন্টে পৌঁছতে পারবে না।। এবার কথা হচ্ছে, হংকংয়ের থেকেও ভাল গোল পার্থক্য থাকতে হবে ভারতীয়দের। আর এটা সম্ভব হলেই গ্রুপ শীর্ষে থেকে এশিয়ান কাপের প্রধান আসরে জায়গা করে নেবে ভারত।
অবশ্যই পড়ুন: চিনের থেকেও দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হবে ভারতের! GDP নিয়ে সুখবর শোনাল বিশ্বব্যাঙ্ক
উল্লেখ্য, বর্তমানে ভারতীয় দলের যা অবস্থা তাতে আসন্ন একটি ম্যাচেও পয়েন্ট নষ্ট করলে চলবে না। তবে ভুলবশত যদি তেমনটা হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলির জন্য অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সুনীল ছেত্রীর দলকে।