বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে ডার্বি! সম্ভাবনাটা চাগার দিয়ে উঠেছে আই লিগের শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহারের পরই। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ 20 এপ্রিল, কলিঙ্গ সুপার কাপের (Super Cup 2025) প্রথম আসরে মাঠ দখলের কথা ছিল কলকাতা ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। সেই মতো লাল হলুদ তার প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে আজই মাঠে নামছে।
তবে পন্ড হয়েছে বাগানের খেলা। যদিও তাতে লাভের গুড় খেয়েছে গঙ্গা পাড়ের দলই। চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায়, ম্যাচ না খেলেই একেবারে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন। আর এর পরই বেড়ে গিয়েছে সুপার কাপে ডার্বির সম্ভাবনা। কিন্তু কীভাবে হবে ডার্বি ম্যাচ? কোন সূত্রে সম্মুখসমরে উপস্থিত হবে দুই ময়দান প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল? দেখে নিন সমীকরণ।
মোহনবাগানের ম্যাচ কবে?
চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ায় বাতিল হয়েছে বাগানের রবিবাসরীয় ম্যাচ। তবে সুপার কাপের প্রথম দিনের ম্যাচ বাতিল হলেও এক লাফে নকআউট পর্ব থেকে একেবারে কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয়েছে সবুজ মেরুন। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে কবে মাঠে নামবে মোহনবাগান? কৌতূহলের বশে জানা গেল, আগামী 26 এপ্রিল একেবারে সরাসরি কোয়ার্টার ফাইনালে চেনা প্রতিপক্ষের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট। নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন দুপুর সাড়ে চারটেতে গড়াবে বাগানের খেলা।
বদলে গিয়েছে ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচের সময়
কলিঙ্গ সুপার কাপের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার দুপুর 4:30 মিনিটে চেনা প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলের। তবে তা আপাতত হচ্ছে না! হ্যাঁ, বাগানের ম্যাচ পন্ড হওয়ায় বদলে গিয়েছে, লাল হলুদের ম্যাচ টাইমিং। জানা যাচ্ছে, দুপুর সাড়ে চারটের বদলে আজ রাত 8 টা থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের মহাযুদ্ধ।
অবশ্যই পড়ুন: ভারতের এক আজব স্টেশন, যার মালিক দুই দেশ! কারণ জানলে ভিমড়ি খাবেন
কোন সমীকরণে সুপার কাপে ডার্বি দেখার সৌভাগ্য হবে সমর্থকদের?
প্রতিপক্ষ নাম সরিয়ে নেওয়ায় ম্যাচ না খেলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান। অন্যদিকে রবিবার উদ্বোধনী ম্যাচে কেরালার বিপক্ষে আক্রমণ শানাবেন পিভি বিষ্ণুরা। এহেন আবহে, কীভাবে বাগানের প্রতিপক্ষ হবে ইস্টবেঙ্গল? হিসেব যা বলছে, কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও কেরালার মধ্যে যে দল জিতবে, তাদের সাথে 26 এপ্রিল কোয়ার্টার ফাইনাল হবে মোহনবাগানের। ফলত, ইস্টবেঙ্গল যদি পুরনো ব্যর্থতা ভুলে রবিবার কেরালা বধ করতে পারে, তবে 26 এপ্রিল সুপার কাপে ডার্বি দেখার সৌভাগ্য হবে দুই দলের সমর্থকদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |