প্রীতম সাঁতরাঃ বাংলাদেশকে (IND vs BAN) হারাতে ভারতের লাগল আড়াই দিন। পাঁচ দিনের টেস্ট ম্যাচ। যার মধ্যে প্রায় আড়াই দিন বৃষ্টি, বাকি রইল আর আড়াই দিন। অবশিষ্ট আড়াই দিনেই বাংলাদেশকে মাটি ধরাল টিম ইন্ডিয়া। কানপুরের গ্রিন পার্কে আয়োজিত সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগার বাহিনীকে ৭ উইকেটে হারাল ভারত।
জয়ের জন্য দরকার ছিল ৯৫ রান
ভারতের জয়ের জন্য দরকার ছিল মোটে ৯৫ রান। দিন শেষ হওয়াত আগেই লক্ষ্যে পৌঁছে যায় দল। অধিনায়ক রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হলেও অর্ধশতরান করেন যশশ্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করলেন ৫১ রান। বিরাট কোহলির সঙ্গে গড়লেন ৫৮ রানের পার্টনারশিপ। ম্যাচ ওখানেই ভারতের হাতের মুঠোয়। নাজমুল হক শান্তরা এবার নিশ্চই বুঝলেন পাকিস্তান ও ভারতের মধ্যে পার্থক্য কতটা।
পাকিস্তানকে হারানোর পর তুঙ্গে ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস
পাকিস্তানকে হারানোর পর থেকে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে সে দেশের ক্রিকেট টিমের অধিনায়ক নাজমুল হক বলেই দিয়েছিলেন, ভারতের বিরুদ্ধের জেতার মতো ক্ষমতা তাদের রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটোতেই হারলে বাংলাদেশ ক্রিকেট দল।
Yashasvi Jaiswal registers back to back fifties as #TeamIndia complete a successful chase in Kanpur ????????
Scorecard – https://t.co/JBVX2gyyPf#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/TKvJCkIPYU
— BCCI (@BCCI) October 1, 2024
প্রথম ইনিংসে ২৩৩ রান করেছিল বাংলাদেশ। ভারতের ২৮৫ রান। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে চালকের আসনে চলে গিয়েছিল ভারত। সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের সামনেও ছিল। একটু ধরে খেলতে পারলে অন্তত ম্যাচ ড্র করতে পারতেন। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা নিলেন তিনটে করে উইকেট। দুই অংকের ঘরে রান তোলার আগে আউট হলেন বাংলাদেশের আটজন ব্যাটার। ১৪৬ রানে পড়লে ১০ উইকেট। জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান তুলতে কোনও সমস্যাই হল না ভারতের।