ব্যাটিং বিপর্যয়, ৫৮ রানে হারল ভারত, পরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান

Published on:

ind w vs nz w

টি২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup) প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারল ভারতের মহিলা দল (IND W vs NZ W)। উইমেন্স টি২০ ওয়ার্ল্ড কাপের ম্যাচে টিম ইন্ডিয়াকে ৫৮ রানে হারাল নিউজিল্যান্ড। ম্যাচের সেরা নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন (Sophie Devine)।

WhatsApp Community Join Now

পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপ খেলতে দুবাই গিয়েছে ভারত। পরপর দুটি প্রস্তুতি ম্যাচে জিতেছিল দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুটা হলেও শুক্রবার সন্ধ্যায় এগিয়েছিলেন স্মৃতি মান্ধানা, হরমনজিৎ কৌররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে তারা। চার নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন সোফি ডিভাইন।

ভারতের হয়ে এদিন সর্বোচ্চ দু’টি উইকেট নেন রেণুকা সিং। কোনও উইকেট না নিয়ে ওভার প্রতি গড়ে প্রায় ১১ রান করে দিয়েছেন দীপ্তি শর্মা। মাঝের ওভারগুলোতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ভারতীয় বোলাররা।

বোলিংয়ের থেকেও এদিনের ম্যাচে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স আরও খারাপ। দ্বিতীয় ওভার থেকে পড়তে শুরু করে উইকেট। ভারতের হয়ে সবথেকে বেশি ১৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক হরমনজিৎ কৌর। স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মার নামের পাশে যথাক্রমে ১২, ১৩ ও ১৩ রান। রিচা ঘোষও মাত্র ১২ রান করেছেন। ১৯ ওভারে দলগত ১০২ রানে থামে ভারতের ইনিংস।

নিউজিল্যান্ডের দুই বোলারের সামনে অসহায় দেখিয়েছে টিম ইন্ডিয়াকে। রাইট আর্মি মিডিয়াম বোলার রোসমেরি মেয়ার নিয়েছেন ৪ উইকেট, অভিজ্ঞ পেস বোলার লিয়া তহুহুর নামের পাশে ৩ উইকেট। আগামী ৬ অক্টবর ভারতের পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে।

সঙ্গে থাকুন ➥