Indiahood-nabobarsho

ICC-র র‍্যাঙ্কিং তালিকায় ফের শ্রেষ্ঠ ভারত, শোচনীয় অবস্থা বাংলাদেশ ও কাঙাল পাকিস্তানের

Published on:

ICC Annual Ranking List

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কর্তৃক প্রকাশিত বার্ষিক র‍্যাঙ্কিং তালিকায় ফের জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। মূলত আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া। তবে লাল বলের ফরম্যাটে অর্থাৎ টেস্টে ধাক্কা খেয়েছে মেন ইন ব্লু। ভারতের প্রসঙ্গ ছাড়া যদি অন্যদের কথায় আসা যায় সেক্ষেত্রে, ICC-র র‍্যাঙ্কিং লিস্টে বিরাট পতন হয়েছে দুই ভারত বিরোধী, বাংলাদেশ ও পাকিস্তানের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ওয়ানডেতে ফের শীর্ষে ভারত

সদ্য প্রকাশিত বার্ষিক র‍্যাঙ্কিং তালিকাটি মূলত 2024 সালের মে মাস থেকে খেলা ম্যাচের হার 100 শতাংশ ও আগের দুই বছরের 50 শতাংশ ধরে তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একদিনের র‍্যাঙ্কিং তালিকায় 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট টিম ইন্ডিয়া চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কারণে ফের শীর্ষে উঠে এসেছে। বর্তমানে রোহিত শর্মাদের রেটিং পয়েন্ট 122 থেকে বেড়ে 124 হয়েছে। একই সাথে ওয়ানডে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গত মিনি বিশ্বকাপের রানার্স আপ দল নিউজিল্যান্ড।

পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে নেমে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে তালিকার দুই ধাপ এগিয়ে এসেছে শ্রীলঙ্কা। বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে লঙ্কান বাহিনী। এদিকে পাকিস্তানের অবস্থা একেবারে শোচনীয়। ভারতের বিরুদ্ধে কুচুটে বুদ্ধি করে চলার মাঝে একেবারে বাজে পারফরমেন্স নিয়ে তালিকার 5 নম্বরে নেমে এসেছে গ্রিন আর্মি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওদিকে ইংল্যান্ডকে ছাড়িয়ে ভাল ক্রিকেট দেখিয়ে 7 নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। বর্তমানে 8 নম্বরে ইংল্যান্ড। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ছাড়িয়ে নবম স্থানে পৌঁছেছে। আর বাংলাদেশ রয়ে গিয়েছে বাংলাদেশেই। অর্থাৎ তাদের অবস্থা আরও জটিল হয়েছে। বর্তমানে ওপার বাংলার টাইগারদের অবস্থান একেবারে তলানিতে।

টি-টোয়েন্টিতেও মগডালে ভারত

লিডের হিসেবে অস্ট্রেলিয়ার থেকে কম পয়েন্টে দাঁড়িয়ে থেকেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফের শীর্ষস্থান দখল করেছে ভারত। গত বছর আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে 3-0 ব্যবধানে জয় ছিনিয়ে এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে অন্যান্য সিরিজ গুলিতে জয়ের পতাকা গেড়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকার শীর্ষে আরও শক্তি বাড়িয়েছে ভারত। অন্যদিকে ওয়ানডের মতোই আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় নিয়ে টোয়েন্টি তালিকার 8 নম্বরে নেমে এসেছে কাঙাল পাকিস্তান।

অবশ্যই পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গায়ক পবনদীপ রাজন, অবস্থা সঙ্কটজনক!

টেস্টে পিছিয়ে ভারত

আন্তর্জাতিক ওয়ানডে ও টি টোয়েন্টিতে ICC র‍্যাঙ্কিং তালিকার শীর্ষস্থান দখল করে থাকলেও লাল বলের ফরম্যাটে ছন্দপতন হয়েছে ভারতের। কেননা, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে 1-3 ব্যবধানে হার নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে নেমে এসেছে ভারত। অন্যদিকে ক্রিকেটের সুপার পাওয়ার দল হিসেবে খ্যাত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ও ওয়ানডেতে সেভাবে জায়গা করতে না পারলেও সম্প্রতি শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে জয়ের পর টেস্ট তালিকার শীর্ষে জায়গা খুঁজে নিয়েছে। তবে মগডালে জায়গা পেলেও অজিদের লিড 15 থেকে কমে 13 পয়েন্ট হয়েছে। বাকিদের অবস্থান জানতে ICC-র তালিকায় চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group