ওপেনে সঞ্জু, তিলক! বাদ নীতিশ কুমার, ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন একাদশ সাজাবে টিম ইন্ডিয়া?

Published on:

India announced 15 men squad for t20 against england, what will be the fisrt playing xi?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টিকে সামনে রেখে কোমর বাঁধছে টিম ইন্ডিয়া (Team India)। শনিবারই জস বাটলারদের বিরুদ্ধে 15 সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার চালকের আসনে সূর্যকুমারকে বসিয়ে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ধুরন্ধর অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।

WhatsApp Community Join Now

সেই সাথে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর চোট কাটিয়ে দলে প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ শামির। এদিকে গিল, জয়সওয়ালদের বিশ্রামে রেখে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, রিঙ্কু সিংদের নিয়ে শক্তিশালী একাদশ গড়ে তুলছে ভারত। দলে জায়গা হলেও হার্দিককে নিয়ে জল্পনা সত্যি হয়নি টি-টোয়েন্টিতে। অধিনায়ক হওয়ার স্বপ্ন ভঙ্গের পর সহ অধিনায়কের আসন থেকেও বঞ্চিত হয়েছেন পান্ডিয়া।

টি-টোয়েন্টির প্রথম ম্যাচ হবে কলকাতায়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় যন্ত্রণা ইংল্যান্ডকে দিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করবে সূর্যকুমার যাদবরা। আর সেই সূত্র ধরেই বাটলারদের ডেথ বাটনে দখল জমাতে নিজস্ব অস্ত্রে শান দিচ্ছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে 22 জানুয়ারির উদ্বোধনী ম্যাচ খেলতে কলকাতায় আসবে টিম ইন্ডিয়া। 20 ওভারের প্রথম ম্যাচটি ইডেন গার্ডেন্সে গড়ানোর পর পরবর্তী 4টি টি-টোয়েন্টি আয়োজিত হবে রাজকোট, পুনে এবং মুম্বইতে।

সঞ্জু স্যামসন-অভিষেক শর্মাদের ওপর ভরসা রয়েছে বোর্ডের

মাঠের বাইরে দীর্ঘ সময় কাটিয়ে অস্ট্রেলিয়ায় দলকে সঙ্গ দেওয়ার কথা ছিল শামির। তবে চোটের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে চোট কাটিয়ে এবার দলে প্রত্যাবর্তন হয়েছে ভারতের অভিজ্ঞ পেসারের। শামির পাশাপাশি ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ভরসার কাঁধ হয়ে উঠেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। বিগত ফর্মের ওপর নজর দিয়েই টি-টোয়েন্টি সংস্করণের জন্য এই দুই ভারতীয় ক্রিকেটারের ওপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। মূলত দক্ষ উইকেট রক্ষক ও ব্যাটসম্যান হিসেবেই বোর্ডের পছন্দের তালিকায় নাম ওঠার পরই স্কোয়াডে জায়গা পেয়েছেন সঞ্জু।

3 নম্বরে থাকবেন তিলক ভর্মা!

শেষ দুটি টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন ভারতীয় তরুণ তিলক ভর্মা। সর্বশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে প্রটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক। আর সেই কারণেই অতীত স্মরণ করে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে তাঁর। মনে করা হচ্ছে, ভারতের জার্সি গায়ে 3 নম্বরে নামতে পারেন ভর্মা। তাঁর পরে জায়গা হতে পারে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংদের।

টি-টোয়েন্টি একাদশে জায়গা হবে না নীতিশ কুমার রেড্ডির!

গত বছর অর্থাৎ 2024-এর টি-টোয়েন্টি সিরিজে পদ্মা পাড়ের দল বাংলাদেশকে নাকানি চোবানি খাইয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। সেবার ওপার বাংলার টাইগারদের এক হাত নিয়েছিলেন নিতীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজেও দলকে ভাল পারফরমেন্স উপহার দিয়েছিলেন রেড্ডি। তবে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টিতে দলের প্রথম একাদশে তাঁর জায়গা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আরও পড়ুন: ভয় পাচ্ছেন অস্কার ব্রুঁজো! সুপার সিক্সে জায়গা না হলে পদ হারাবেন ইস্টবেঙ্গলের কোচ?

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শক্তিশালী বোলিং লাইন-আপ

আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতকে একার হাতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে অভিজ্ঞ পেসার মহম্মদ শামির। সেই সাথে শত্রু শিবিরে জোরালো আক্রমণ শানাবেন ভারতীয় তরুণ আর্শদীপ সিংও। এখনও পর্যন্ত 60টি টি-টোয়েন্টি খেলে 95টি উইকেট ভেঙেছেন আর্শদীপ। তাই মনে করা হচ্ছে, ভারতের ফার্স্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে স্পিনার অলরাউন্ডার হিসেবে পছন্দের তালিকায় প্রথমেই নাম রয়েছে অক্ষর প্যাটেলের। তবে ভারতের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন বরুণ চক্রবর্তী। এছাড়াও দলে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁর দিকেও বিশেষ নজর থাকবে সমর্থকদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শক্তিশালী টি-টোয়েন্টি একাদশ (সম্ভাব্য)

সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), অভিষেক শর্মা, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী

সঙ্গে থাকুন ➥
X