বিক্রম ব্যানার্জী, কলকাতা: খালিদ জামিলের হাত ধরে প্রাণ ফিরে পেয়েছে ভারতীয় ফুটবল দল। বাঁধাধরা তারকা-খচিত দল থেকে বেরিয়ে তরুণদের নিয়ে কাফা নেশনস কাপে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সেই মতো, ভিন্ন পথে হেঁটেই একে একে এসেছে সাফল্য। নেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী ওমানকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারত (India Beat Oman)। আর সবটাই সম্ভব হয়েছে স্বদেশী কোচের বুদ্ধিদীপ্ত পরিকল্পনায়।
পিছিয়ে থেকেও ওমান বধ করল ভারত
কাফা নেশনস কাপের মঞ্চে ওমানের মুখোমুখি হওয়ার আগে বেশ কয়েকটি বিষয় ভাবিয়েছিল ভারতীয় ফুটবল দলের কোচ জামিলকে। প্রথমত, ফিফা র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার থেকে অন্তত 54 ধাপ এগিয়ে ছিল ওমান। তাছাড়াও হেড টু হেড পরিসংখ্যানের নিরিখেও পিছিয়ে ছিল ভারতীয় দল। মোট 10 বারের সম্মুখ সমরে 7 বারই জয় পেয়েছিল শক্তিশালী ওমান, বাকি তিনটি ড্র হয়।
অবশ্যই পড়ুন: ১৭ বছর বয়সে এমন রেকর্ড গড়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার, যা আজও অক্ষত
ফলত, এমন পরিসংখ্যান দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ওমানের সামনে টিকতে পারবে না ভারত। কিন্তু ম্যাচ শুরু হতেই বদলে যেতে থাকে ছবি। যদিও প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে দুদলের কেউই একে অপরকে জায়গা ছাড়েনি। ফলে, গোলশূন্য অবস্থায় শেষ হয় শুরুর 45 মিনিট। তবে দ্বিতীয়ার্ধে পা রাখতেই গোল খেয়ে যায় ভারত।
এদিন বাকি 45 মিনিটের খেলা শুরু হতেই ওমানের আহমাদি গোল করে দলকে এগিয়ে দেন। প্রতিপক্ষের তরফে গোল খেতেই খেলার ধরন বদলে দেন খালিদ। ভারতীয় কোচ মনে করেন, লং বল ও সেট পিসে বেশি জোর দিলে হয়তো গোল আসতে পারে। 80 মিনিটের মাথায় সেটাই হয়। আনোয়ারের লম্বা থ্রো থেকে দানিশের মাথা ছুঁয়ে আশা বলে হেড করে গোল করেন উদান্তা সিং। ম্যাচে সমতা আনে ভারত। এরপর নির্ধারিত সময়ের মধ্যে কোনও পক্ষই গোল করতে পারেনি। ফলে, শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই প্রতিপক্ষকে 3-2 ব্যবধানে পরাস্ত করে জয় ছিনিয়ে আনে ভারতীয় দল। আর এরপর থেকেই প্রশংসার ঝড়ে বয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার স্বদেশী কোচ খালিদ জামিল।