বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপটের সাথে সেঞ্চুরি গড়লেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সেই সাথেই, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অজিদের 102 রানে বধ করল ভারত (India Beats Australia)। সিরিজে সমতা ফেরালের হরমনপীত কৌররা। বলা বাহুল্য, মন্ধানার শত রানের হাত ধরে 2008 সালের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথম হারাল ভারতীয় মহিলা দল। আর এই জয়ের সাথে সাথেই চন্ডিগড়ের মাঠে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া।
পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া
বুধবার, মুল্লানপুরের মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 77 বলেই সেঞ্চুরি করেন স্মৃতি মন্ধানা। এদিন তাঁর ব্যাট থেকে 91 বলে 117 রানের যোগদান পেয়েছিল ভারত। সেই সূত্র ধরেই, অস্ট্রেলিয়ার 40.5 ওভারে 190 রানের দৌলতেই 102 রানে জয় তুলে নেয় ভারতীয় নারী বাহিনী। যার জেরে গুড়িয়ে যায় 52 বছরের পুরনো রেকর্ড।
না বললেই নয়, শেষবারের মতো 1973 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে 92 রানে হেরেছিল অস্ট্রেলিয়া। যা ছিল এতদিনের সর্বাধিক ব্যবধানে পরাজয়। তবে গতকাল সেই পুরনো কীর্তি ভেঙে দিল ভারত। সেই সাথে রেকর্ড জয়ে গোটা সিরিজে সমতা ফেরালেন হরমনরা।
একাধিক কীর্তি গড়লেন স্মৃতিও
গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠে 91 বলে 14টি চার এবং 4টি ছয় সহযোগে 117 রান করেন ভারতের গর্ব স্মৃতি মান্ধানা। ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 12টি করে সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ড দলের সুজি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমন্টের। তবে বুধবার মুল্লানপুরে দাঁড়িয়ে দুরন্ত শত রানের পর ভারতের স্মৃতিও সেই তালিকায় ঢুকে পড়লেন। হিসেব বলছে, ভারতীয় মহিলা ক্রিকেটার যদি আরেকটি সেঞ্চুরি করতে পারেন সে ক্ষেত্রে তিনি তালিকার শীর্ষে উঠে যাবেন।
এখানেই শেষ নয়, ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম শত রানের কীর্তিও গড়েন স্মৃতি। বলা বাহুল্য, এ বছরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে 70 বলে সেঞ্চুরি গড়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান রয়েছে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের। যদিও সেই রেকর্ড ছুঁতে খুব একটা বেশি দেরি নেই মান্ধনার। ভারতীয় ওপেরারযদি আর চারবার শতরান করতে পারেন তবে তিনি ল্যানিংয়ের রেকর্ডও গুঁড়িয়ে দেবেন।
অবশ্যই পড়ুন: ISL এর আগেই শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের! লাল হলুদে জাপানি তারকা হিরোশি ইবুসুকি
উল্লেখ্য, স্মৃতি মান্ধানা ছাড়াও ভারতীয় বোলারদের মধ্যে নিজের লক্ষ্যে সফল হয়েছেন ক্রান্তি গৌড়। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 28 রানে 3টি উইকেট তোলেন ক্রান্তি। এছাড়াও দীপ্তি শর্মার হাত দিয়েও দুটি উইকেট পায় ভারতীয় দল। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে স্মৃতি মান্ধানার হাতেই।