জয়ের নায়ক তিলক, পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতই

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানটান উত্তেজনা। ম্যাচ দেখতে বসে স্নায়ুর চাপ মাত্রা ছাড়িয়েছিল দর্শকদের। সেখান থেকেই শেষ চারে ভারতের মুকুটে জুড়ল নয়া পালক। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থেকেই এশিয়া কাপ জিতে নিল সূর্যকুমার যাদবের দল (India Beats Pakistan)। কার্যত দুঃসময়ে দাঁত চেপে লড়ে ভাগ্যের চাকা যেভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিলেন তিলক বর্মা, তা প্রশংসিত হবে আগামী কয়েক দশক।

ষষ্ঠীর রাতেই পাকিস্তান বধ করল ভারত

শুরুটা হয়েছিল ভারত টস জিতে বল করার পর থেকেই। রবিবার এশিয়া কাপের মহামঞ্চে ভারতকে টেক্কা দিতে বুক ভরা আশা নিয়ে মাঠে নেমেছিলেন সলমান আলি আঘারা। ভারতের বিরুদ্ধে শুরুটাও ভালই হয়েছিল তাদের। তবে সময় কিছুটা গড়াতেই ঘুম ওড়ালো টিম ইন্ডিয়ার বোলিং। এদিন ম্যাচের শুরুর দিকে সে অর্থে প্রতিপক্ষকে চেপে ধরতে না পারলেও ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের দিকে টানতে শুরু করেন সূর্যরা। দুই পাক ওপেনারের অংশীদারিত্ব কিছুটা আশার আলো দেখতেই পাক দুর্গ ভাঙার কাজ শুরু করে ভারত।

রবিবার রাতে, পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একের পর এক উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা। বলা বাহুল্য, এদিন ভারতের হয়ে পাকিস্তানের 4 উইকেট ভাঙেন কুলদীপ। অন্যদিকে নিজেদের জলবা দেখিয়ে দুটি করে উইকেট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। রবির ম্যাচ দেখতে বসে মনে হচ্ছিল, ভারতীয় বোলারদের সামনে একেবারে অসহায় হয়ে পড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। আর সেই অসহায়ত্বের মধ্যেই 10 উইকেট হারিয়ে ভারতকে 147 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান।

অবশ্যই পড়ুন:ট্রেনে করে সোজা ভুটান! ৬৯ কিমির কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্প নিয়ে বড় আপডেট

জবাবে প্রতিপক্ষের ইনিংসের ঠিক বিপরীত অবস্থা হয়েছিল টিম ইন্ডিয়ার। শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি। এদিন ওপেনিং করতে নেমেই 5 রানে আউট হয়ে যান অভিষেক শর্মা। এরপর একইভাবে পাকিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েন শুভমন গিল এবং অধিনায়ক সূর্য কুমার যাদবও। ম্যাচ দেখে মনে হচ্ছিল, ফাইনালটা বোধ হয় পাকিস্তানের ঝুলিতেই যাবে। তবে সেই সম্ভাবনার কাছে মাথা ঝোকায়নি ভারত। এদিন কার্যত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সাধ্যমত লড়াই চালিয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান তিলক বর্মা। শুরুর দিকে সঞ্জু স্যামসনের সাথে নির্ভরযোগ্য অংশীদারিত্ব প্রায় গড়ে তুলেছিলেন তিনি। তবে মাঝপথে 24 রান করে পাকিস্তানকে ক্যাচ দিয়ে বসেন সঞ্জু। ভেঙে যায় উইকেট।

কিন্তু তাতে কী? ভারতের মাটি শক্ত। এই দল যেকোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থেকে সেটাই বোঝালেন ভারতীয় তারকা তিলক। তবে এদিন শুধু প্রতিপক্ষের সামনে টিকেই থাকেননি তিনি। যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানেন, আজ কঠিন পরিস্থিতি থেকে ভারতকে বের করে আনতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল বর্মাকে। তাতে অবশ্য সাথ দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। যদিও ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে আউট হতে হয়েছিল তাঁকে। কিন্তু তাতেও ভেঙে পড়েনি ভারত। আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারটা একেবারে রাঙিয়ে দিয়েছিলেন তিলক। রিঙ্কুকে অপর প্রান্তে রেখে এদিন পাক বোলারদের বিরুদ্ধে তান্ডব চালিয়েছেন তিলক, তা সত্যিই প্রশংসনীয়। আর সেই ইনিংসের সূত্র ধরেই, ষষ্ঠীর রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান উচিত শিক্ষা দিল ভারত। শিক্ষা পেলেন, ক্রিকেটের মঞ্চে প্লেন ভেঙে পড়ার মতো নানান ইশারা করা হ্যারিস রউফও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥