গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ার রেকর্ড, ম্যানচেস্টার টেস্ট ড্র করেও ইতিহাস লিখল ভারত!

Published on:

India Breaks Australia Record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভাবনাতেই পড়েছে সিলমোহর। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্ট জিততে না পারলেও সমতা ( ড্র করা) বজায় রেখেছে টিম ইন্ডিয়া। যদিও চলতি সিরিজে মাত্র একটি টেস্ট জিতেছে শুভমন গিলের ভারত। কিন্তু তা সত্ত্বেও ইংলিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব রেকর্ড গড়ল মেন ইন হোয়াইট।

ভারতের বিশ্ব রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট ম্যাচগুলিতে ভারতীয় ব্যাটম্যানদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। মাঝে মধ্যে বোলিং বিভাগ ধাক্কা খেলেও ব্যাটিং অর্ডার নিয়েই কামাল দেখিয়েছে টিম ইন্ডিয়া।

বলা বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের হাত ধরে একটি টেস্ট সিরিজে সর্বাধিক 350+ স্কোরকারী দল হয়ে উঠেছে ভারত। রিপোর্ট বলছে, টিম ইন্ডিয়া চলতি সিরিজে এখনও পর্যন্ত মোট 7 বার 350+ স্কোর খাড়া করেছে। আর সেই সূত্র ধরেই, এবার এক টেস্ট সিরিজে সর্বাধিক 350+ স্কোরকারী দল হয়ে উঠলো শুভমনের ভারত।

এর আগে, এক সিরিজে সর্বাধিক 350+ স্কোর করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ঝুলিতে। ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত এই দল মোট 6 বার 350+ স্কোর করে অসাধ্য সাধন ঘটিয়েছিল। তবে বর্তমানে সেই রেকর্ড ভারতীয় দলের দখলে।

 

অবশ্যই পড়ুন: Facebook, Instagram থেকে ডিরেক্ট ইমপোর্ট করা যাবে ফটো! ফিচার আনছে WhatsApp

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে মোট তিনবার 6 বারের বেশি সময় একটি টেস্ট সিরিজের 350+ স্কোর করেছিল অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছিল, 1920-21 সালে। এরপর 1948 ও 1989 সালে আবারও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্ট সিরিজে 6 বার 350+ স্কোর করেছিল অস্ট্রেলিয়া। তবে ইংলিশদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের এখনও পর্যন্ত 7 বার 350+ রান গড়ে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড গুঁড়িয়ে দিল ভারত।

India Breaks Australia Record

সঙ্গে থাকুন ➥