ভারতের হারের ৩ ভিলেন

Published on:

India had to lose because of these 3 batters

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজকোটের ময়দানে চূড়ান্ত আশাহত হয়েছে টিম ইন্ডিয়া। গত দুই ম্যাচ জয়ের পর তৃতীয় টি-টোয়েন্টি পকেটে পুরে 3-0 ব্যবধানে লিড দখলের স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছে জস বাটলারের দল। তবে সাফল্য অর্জনে টিম ইন্ডিয়া যে চেষ্টা করেনি তেমনটা নয়। ভারতের ছেলেদের আমরণ পরিশ্রম সত্ত্বেও ইংল্যান্ডের আটসাট নিরাপত্তা ও আক্রমণাত্মক কৌশল পরাজয়ের কারণ হয়েছে সূর্যকুমার যাদবদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জাতীয় দলের পরাজয় নিয়ে কাটাছেঁড়ার পরিধি এই পর্যন্ত থাকলেও ঠিক ছিল। তবে তা হয়নি। রিপোর্ট বলছে, বরুণ চক্রবর্তী থেকে শুরু করে হার্দিক পান্ডিয়াদের বোলিং দাপট খেলা দেখালেও ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। মনে করা হচ্ছে, তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরাজয়ের মূল কান্ডারী দলের 3 তারকা ব্যাটার। কারা তাঁরা? চলুন দেখে নেওয়া যাক।

কাঠগড়ায় হার্দিক পান্ডিয়া

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে ভারতের ব্যাটিং ভাগ্য ফেরাতে নামেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাটলার বাহিনীর বোলিং অ্যাটাকের সামনে মাথা নুইয়ে যখন একে একে ভরসার কাঁধেরা ফিরতি পথ দেখছেন টিক সেই মোক্ষম সময়ে মাঠে নামানো হয় হার্দিক পান্ডিয়াকে। স্বভাবতই এদিন কঠিন সময়ে পান্ডিয়ার কাছ থেকে একটা ভাল ইনিংস আশা করেছিল সমর্থকরা। সেই আশায় জল না ঢাললেও সূত্র বলছে, ইংল্যান্ডকে তিনি এমন সময়ে উইকেট উপহার দিয়েছেন যখন ভারতের তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হ্যাঁ, হার্দিক 40 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ঠিকই তবে তা যে 35 বলে এ কথা মাথায় রাখতে হবে। এদিন স্নায়ুর চাপ সামলে দলকে জয়ের পথে আরও কিছুটা এগিয়ে দিতে সাহসী পদক্ষেপ বারবার নিচ্ছিলেন হার্দিক। যার জেরে সহজ উইকেট পেয়ে যায় ইংল্যান্ড। মনে করা হচ্ছে, পান্ডিয়া যখন আউট হয়েছেন ঠিক সেই সময়ে হার্দিককে দলের সবচেয়ে বেশি দরকার ছিল। এদিন মিডল ওভারে পান্ডিয়ার শ্লথ ব্যাটিং না করলে হয়তো জয়টা ভারতেরই হতো। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন

অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্বটা সবচেয়ে বেশি চাপ বাড়িয়েছে যার কাঁধে সেই সূর্য কুমারের ব্যাটে এখনও পর্যন্ত কোনও বড় ইনিংস উপহার পায়নি দল। বিগত 2 ম্যাচের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেও সূর্যর তেজ আরও খানিকটা কমেছে। ধরা দিয়েছে শুধুই ব্যাটিং বিপর্যয়। অধিনায়কের পাশাপাশি তৃতীয় ম্যাচে ভারতের পরাজয়ের অন্যতম কালপ্রিট হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে দলের উইকেট রক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকেও। ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এসেও নিজের ব্যর্থতা আরও আলগা করে দিয়েছেন সঞ্জু। মনে করা হচ্ছে, এই দুই ভারতীয় তারকা যদি গতকাল টিকে খেলতেন তবে মঙ্গলবার ম্যাচের শেষটা ভারতের পক্ষেই হতো।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার ইতিহাসে দ্বিতীয়বার, ৫ উইকেট নিয়েও লজ্জার রেকর্ড গড়লেন বরুণ চক্রবর্তী

কেরামতি দেখাতে ব্যর্থ হয়েছেন ওয়াশিংটন সুন্দর

বিগত ম্যাচ পরিসংখ্যান খতিয়ে দেখে ভারতীয় তরুণ ওয়াশিংটন সুন্দরের ওপর ভরসার হাত রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় আসরে পৌঁছেও সেই জায়গা অক্ষুণ্ণ রাখতে পারলেন না খেলোয়াড়। গতকাল বল হাতে যেমন ওয়াশিংটনের ব্যর্থতা চোখে পড়েছে ঠিক তেমনই দলের প্রয়োজনে কাজে আসেনি সুন্দরের ব্যাট। উল্লেখ্য, এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 1 ওভার বল করতে এসে 15 রান দিয়েছেন ওয়াশিংটন। পাশাপাশি ব্যাট করতে নেমেও ব্যর্থতাকে সঙ্গী করে 15 বলে 6 রান নিয়ে সাজ ঘরে ফিরেছেন তিনি। যা দলকে একমাত্র ক্ষতির জায়গা না দেখালেও লাভের শিকি ভাগও দেয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group