বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলবোর্ন টেস্টে (Melbourne Test) পরাজিত ভারত কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে সেই অসম্ভবের মাঝেও উঁকি দিচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, মেলবোর্নের রণক্ষেত্রে অস্ট্রেলিয়ার সামনে মাথা ঝুঁকিয়ে ধুঁকতে থাকা ভারতের কাছে WTC ফাইনালে ওঠার সুযোগ রয়েছে এখনও।
ভারতের স্বপ্নপূরণ সম্ভব এখনও
মেলবোর্ন টেস্টে পরাজিত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্ন অধরা থেকে যেতে পারতো ভারতের, যদি না অজিদের সাথে টেস্ট সিরিজ খেলার কথা থাকতো লঙ্কানদের। মেলবোর্নের মাটিতে দিনের আলোয় জয়ের স্বপ্নভঙ্গ হলেও আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছানোর ইচ্ছে কিন্তু এখনও বুকে বেঁধে রেখেছে রোহিত বাহিনী। যদিও তার নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করবে শ্রীলঙ্কা।
ভারতকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে দক্ষিণ আফ্রিকার সাথে চলমান টেস্ট সিরিজ পকেটে পুরতে হতো পাকিস্তানকে। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে 1-0 ব্যবধানে জয় পাওয়ার সেই দিবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে পাক প্লেয়ারদের। এই ঘটনা বাস্তবায়িত না হওয়ায় বর্তমানে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজকেই পাখির চোখ করে বসে রয়েছে ভারত। তবে তার আগে আসন্ন সিডনি টেস্টে পরাজয়ের পাল্টা জবাব দিতে হবে রোহিতদের। সিডনি টেস্টে জয় অথবা টেস্ট ড্র হলে তবেই ভারতের সম্ভাবনায় নতুন পালক জোড়ার সুযোগ থাকবে শ্রীলঙ্কার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতা প্রায় অসম্ভব লঙ্কানদের পক্ষে!
ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের জায়গা করাটা যথেষ্ট কঠিন কাজ হবে লঙ্কারদের জন্য। তবে এই অসাধ্য সাধন না হলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই গুটিয়ে যাবে ভারত। কাজেই রোহিতদের আসর তৈরি করতে অস্ট্রেলিয়াকে আসন্ন টেস্ট সিরিজে 1-0 অথবা 2-0 ব্যবধানে হারাতেই হবে। আর এই কাজ যে কতটা জটিল, মাঠে নামার পরই তা হারে হারে টের পাবে শ্রীলঙ্কা।
সিডনি টেস্টে হারলেও WTC ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া!
ভারতের জন্য অসম্ভব হলেও কামিন্স বাহিনীর কাছে সিডনি টেস্ট না জিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার বড় সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্টে ড্র অথবা যেকোনও 1টি টেস্টে জয় হাসিল করতে হবে অজিদের। কাজেই ভারতের জন্য সিডনির ময়দান গুরুত্বপূর্ণ হলেও WTC ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতকে নাস্তানাবুদ করার কারণে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট অজি বাহিনীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নয়।