অন্ধকারে ভারতীয় ফুটবল, FIFA র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন! করুণ অবস্থা পাকিস্তান, বাংলাদেশের

Published on:

India In FIFA Ranking List Letest Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবল দল এখন গাড্ডায়, এ কথা প্রায়শই শোনা যায় দেশেরই ফুটবল ভক্তদের মধ্যে। সদ্য প্রকাশিত FIFA ক্রমতালিকা আরও একবার সামনে এনে দিল ভারতীয় ফুটবলের অন্ধকার দিক। হ্যাঁ, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার নতুন ক্রমতালিকায় মূলত খারাপ পারফরমেন্সের কারণে এবার 133 নম্বরে নেমে এলো জাতীয় ফুটবল দল। আঙুল উঠছে সুনীল ছেত্রীদের দিকেই!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় ফুটবল দলের পতন অব্যাহত

বিগত বছরগুলিতে উন্নতির বদলে চরম দুর্দশার চিত্র ধরা পড়েছে ভারতীয় ফুটবল দলে। সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে, কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে সুনীল ছেত্রীদের দল। পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, শেষবারের মতো FIFA ক্রমতালিকায় 126 নম্বরে জায়গা পেয়েছিল ভারতীয় ফুটবল দল।

তবে এবার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে 7 ধাপ পিছিয়ে পড়ল মানোলো মার্কেজের ছেড়ে যাওয়া দলটি। বলা বাহুল্য, ভারতীয় ফুটবল দলের এমন দুর্দশা এর আগে ধরা পড়েছিল 2017 সালে। সে বছর খারাপ ফলাফলের কারণে 130 নম্বরে নেমে গিয়েছিল জাতীয় দল। দীর্ঘ 8 বছর পেরিয়ে পুনরায় সেই চিত্রই দেখালো FIFA।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এশিয়ার বাকিদের অবস্থা কেমন?

বলে রাখা ভাল, ফিফার ক্রমতালিকায় 7 ধাপ পিছিয়ে মূলত খারাপ পারফরমেন্স নিয়ে এশিয়ার দেশগুলির মধ্যে 24 নম্বর দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ভারত। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ক্ষুদ্র দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো ফুটবল দল ভারতীয় ফুটবল দলের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে।

যদিও ভারতীয় ফুটবল দলের পরই নাম এসেছে মায়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার। এই দেশগুলির অবস্থান 159 নম্বরের ওপরেই। তবে এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে সবচেয়ে বেহাল দশা পাকিস্তানের। কেননা ডুবতে থাকা পাক ফুটবল দলের এবারের ক্রমতালিকার অবস্থান 210 দেশের মধ্যে 201 নম্বরে। যা সত্যিই পশ্চিমের জন্য লজ্জার!

অবশ্যই পড়ুন: শুভমনের জায়গায় কেএল রাহুল! কেন ইংল্যান্ডে হঠাৎ বদলে গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক?

উল্লেখ্য, ভারতের এমন বেহাল দশার নেপথ্যে রয়েছে একাধিক ব্যর্থতা। চলতি বছরে আজ পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রীরা। তবে সবচেয়ে দুঃখের বিষয়, চার ম্যাচের একটিতেও জিততে পারেনি ভারত। একসময়ের পিছিয়ে থাকা দলগুলির কাছে তিন ম্যাচে হারের পাশাপাশি বাংলাদেশকে হারাতে না পেরে শেষপর্যন্ত ড্র নিয়েই ঘরে ফিরতে হয়েছিল প্রাক্তন কোচ মার্কেজের ছেলেদের। আর সেই ভুলের মাসুলই এখন ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হচ্ছে ছেত্রীদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group