প্রস্তুতি ম্যাচে পরাস্ত, হংকংয়ের কাছে হার! এশিয়ান কাপে বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত

Published on:

India lags behind Bangladesh in AFC Asian Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বাড়ল লজ্জা। হংকংয়ের কাছে পরাস্ত হয়ে আবারও ব্যর্থতার বৃত্ত বাড়াল ভারতীয় ফুটবল দল। এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকং দলের বিরুদ্ধে 0-1 ব্যবধানে হেরেছে সুনীল ছেত্রীর ভারত। তবে, স্বদেশীদের দুরবস্থার নেপথ্যে দায়ী করা হচ্ছে গোলরক্ষক বিশাল কাইতকে। হ্যাঁ! বিশালের এক ভুলেই ভারতকে হারিয়ে দু ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষে জায়গা করে নিল অ্যাসলে ওয়েস্টউডের দল।

তবে হংকয়ের কাছে বধ হওয়ার পাশাপাশি আরও একক্ষেত্রে লজ্জা বাড়িয়েছে ভারত। আসলে মঙ্গলবার একই দিনে ভারতের বনাম হংকং ম্যাচের পাশাপাশি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে গোহারা হেরেছে বাংলাদেশ। তবে আপাতত যা খবর, একই দিনে দুই দলের হার সত্বেও পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সুনীল ছেত্রীদের দল। অন্যদিকে ভারতের থেকে একধাপ এগিয়ে রয়েছে হামজাদের বাংলাদেশ।

বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত

মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে একেবারে শুরু থেকে আক্রমণ শানিয়েও লাভ হয়নি। একাধিক সুযোগ পাওয়া সত্বেও গোলরক্ষক বিশালের ভুলে প্রতিপক্ষের কাছে পরাস্ত হয়েছে ভারত। হ্যাঁ! প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া ভারতীয় দল হংকংকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল, তবে একেবারে শেষের দিকে গোলরক্ষক কাইত ফাউল করে বসেন হংকংয়ের এক ফুটবলারকে। আর তাতেই পেনাল্টি পেয়ে যায় প্রতিপক্ষ। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই ভারতের জয়ের রাস্তাটা একেবারে বন্ধ করে দিয়েছিল হংকং।

অবশ্যই পড়ুন: হয়ে গেল চুক্তি, ইস্টবেঙ্গলের হয়ে প্রতিপক্ষের স্বপ্ন ভাঙতে আসছেন দুই শক্তিমান ফুটবলার

তবে ভারতের পরাজয়ের পাশাপাশি একই দিনে সিঙ্গাপুরের কাছে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হেরেছে বাংলাদেশ। হামজা-সামিতদের মাঠ কাঁপানোর দক্ষতা স্বত্বেও কাজের কাজ করে উঠতে পারেনি, লাল সবুজরা। শেষ পর্যন্ত, সিঙ্গাপুরের কাছে 2-1 ব্যবধানে মাঠ ছাড়ে পদ্মা পাড়ের দল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে সবচেয়ে লজ্জার বিষয়, মঙ্গলবার ভারত ও বাংলাদেশ দুই দলের হারের পরও ওপার বাংলার থেকে পিছিয়ে রয়েছেন সুনীল ছেত্রীরা। কীভাবে? আসলে এশিয়ান কাপের পয়েন্ট টেবিলে সিঙ্গাপুরের কাছে হেরেও তিন নম্বরে রয়েছে হামজার দল। এদিকে হংকংয়ের বিরুদ্ধে গোলরক্ষকের ভুলের মাসুল দিয়ে গ্রুপ সি-তে চার নম্বরে নেমে গিয়েছে সুনীলের ভারত। যদিও ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের অবস্থান 127 নম্বরে, যেখানে বাংলাদেশ রয়েছে 183 তে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥