বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের আগেই একপ্রকার প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে দুই দেশের A দল। অজিদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে হেরেছে ভারত। এদিন, তিলক বর্মার নজরকাড়া ইনিংস সত্বেও ভারতীয় দলের পরাজয় আটকানো যায়নি। না বললেই নয়, তিলকের পাশাপাশি কার্যত ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে লড়াই করেছিলেন রিয়ান পরাগও। কিন্তু তাতেও লাভের লাভ হয়নি। বৃষ্টি বাগড়া হওয়ায় DLS মেথডে 9 উইকেট হাতে রেখেই জিতে গিয়েছে অস্ট্রেলিয়া (India Lost To Australia)।
তিলকের দুরন্ত ব্যাটিং সত্বেও হেরেছে ভারত
শুক্রবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনের ওয়ানডে ম্যাচ খেলতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। এদিন শুরুতেই আউট হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার প্রভসিমরণ সিং এবং অভিষেক শর্মা। না বললেই নয়, অধিনায়ক শ্রেয়স আইয়ারও এদিন নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়েছিলেন। আর ঠিক সেই আবহে এশিয়া কাপ ফাইনালের মতোই ভারতীয় দলের হাল ধরেন তিলক বর্মা। অস্ট্রেলিয়ান বোলারদের সামনে বুক চিতিয়ে লড়ে একাই এদিন 122 বলে 5টি চার ও 4টি ছয় সহযোগে 94 রান করেছিলেন।
বলা বাহুল্য, তিলকের পাশাপাশি শুক্রবার ভারতীয় দলের হয়ে 58 রান করেছিলেন রিয়ান পরাগও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বোলার হয়েও ভারতের দুঃসময়ে গতকাল দুটি ছয় এবং একটি চার সহযোগে 21 রান করেন হর্ষিত রানাও। সেই সূত্রেই, অস্ট্রেলিয়াকে 247 রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 5.5 ওভারে 48 রান করে অস্ট্রেলিয়া
তখন উইকেট ছিল শূন্য। তবে বৃষ্টি নামায় খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীতে DLS পদ্ধতিতে 16.4 ওভারে 160 রান তুলতেই জয় নিশ্চিত করে অজি বাহিনী।
অবশ্যই পড়ুন: যার জন্য ছেড়েছিলেন সানিয়া মির্জাকে, সেই সানার সাথেও বিয়ে ভাঙছে শোয়েব মালিকের!
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে 171 রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছিল ভারত। যার ফলে সিরিজে এগিয়েছিল আইয়ারের দল। তবে গতকাল অস্ট্রেলিয়ার কাছে হারের পর বর্তমানে সিরিজের ফলাফল 1-1। আগামীকাল অর্থাৎ রবিবার কানপুরে অনুষ্ঠিত হবে চলতি সিরিজের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ।