বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওমানের মাসকটে একপ্রকার ভয় দেখিয়ে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলানো হয়েছিল ভারতের ছেলেদের। সেই আসরে কার্যত প্রস্তুতিহীন ভাবেই দশম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে হেরে যায় ভারত।
শোনা যাচ্ছে, এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ইরানের কারাজে অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। সূত্রের যা খবর, পাকিস্তানের বিরুদ্ধে একপ্রকার অনিচ্ছা নিয়েই খেলতে নামে ভারতীয় দল। যেই আসরে শেষ হাসি হেসেছে পাকিস্তান।
বেসবলে জিতে, না পাওয়া ঘুঁচিয়েছে কাঙাল পাকিস্তান!
সম্প্রতি ইরানের কারাজে অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল ভারত-পাকিস্তান। শেষ চারের মঞ্চে শুরুর দিকে না হলেও পরে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় স্বদেশীরা। চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও শেষ পর্যন্ত ভাগ্য ফিরেছে পাকিস্তানের দিকেই।
জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে চিরকাল ব্যাকফুটে থাকা পাকিস্তান ইরানের মাটিতে অবশেষে জয়ের দেখা পেয়েছে। এদিন বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে 14-1 ব্যবধানে জয় পেয়েছে প্রতিবেশী। বাস্তব অর্থে, বেসবল চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে ছিল পাকিস্তান। মূলত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টুর্নামেন্টের মঞ্চে দাপট দেখাচ্ছিল তারা। সেই সূত্র ধরেই প্রথমে বাংলাদেশকে নাস্তানাবুদ করার পর পরবর্তীতে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে কাঙালের দেশ! যদিও শেষ রক্ষা হয়নি সন্ত্রাসবাদের আশ্রয়দাতার।
ভারতকে হারিয়ে ফাইনালে উঠলেও ফুটতে হল পাকিস্তানকে
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট এশিয়া বেসবল চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াইয়ে ভারতকে পরাস্ত করার পর ফাইনালের টিকিট চূড়ান্ত করেছিল পাকিস্তান। তবে পশ্চিম দিকের দেশের শ্রেষ্ঠত্বের গর্ব চূর্ণ করেছে ফিলিস্তিনিরা। জানা যাচ্ছে, সে যাত্রায় দুরন্ত ছন্দে থাকা প্যালেস্টাইন পাকিস্তানের বুকে শেষ তীর নিক্ষেপ করে।
অবশ্যই পড়ুন: FIFA-র নিষেধাজ্ঞা নিয়ে মোহনবাগানের জন্য সুখবর
হাতে গোনা কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ধারাবাহিকভাবে জয়ের পর অহংকারে ডুবে গিয়েছিল পাকিস্তান, তবে ফাইনালের মঞ্চে পশ্চিম দিকের ছেলেদের সেই দম্ভ গুঁড়িয়ে দিল প্যালেস্টাইন। ফাইনালের আসরে শুরুটা দুর্দান্ত করেও পরবর্তীতে 4-4 ব্যবধানে ড্র হয় ম্যাচ। তবে শেষ পর্যন্ত এক্সট্রা টাইমের খেলা অর্থাৎ ট্রাইব্রেকারে পাকিস্তানকে তাড়িয়ে ঐতিহাসিক জয় পায় প্যালেস্টাইন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |