জানুয়ারিতে প্রতিপক্ষ ইংল্যান্ড, সম্পূর্ণ বদলে যাবে টিম ইন্ডিয়া, সুযোগ পাবেন KKR-র তিন প্লেয়ার

Published on:

india t20 team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পার্থ টেস্টের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে একপ্রকার গলদঘর্ম অবস্থা হয়েছে ভারতের (India)। ব্রিসবেন, অ্যাডিলেডের পর মেলবোর্ন টেস্টে ভারতের পরাজয় সেই কথাই বারংবার স্মরণ করিয়ে দিচ্ছে। তবে চলতি বছরের শেষটা পরাজয় দিয়ে করলেও 2025 সালে শুভারম্ভ করতে চাইবে রোহিত বাহিনী।

WhatsApp Community Join Now

কাজেই সাফল্যের সিঁড়িতে পা রাখতে গেলে আসন্ন সিডনি টেস্ট জিততে হবে ভারতকে। যদিও সিডনির রণক্ষেত্রে ভারতের ওপর চাপ দ্বিগুণ করবে কামিন্সরা। ফলত জয় নিয়ে এক প্রকার আশঙ্কার প্রহর গুনছে ভারতীয় দল। এহেন আবহে একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড সিরিজ। হ্যাঁ, আগামী 22 জানুয়ারি থেকে একটি টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে ইংরেজরা। তবে তার আগে খুব শীঘ্রই ইংলিশ খেলোয়াড়দের বিরুদ্ধে দল ঘোষণা করবে ভারত। চলুন জেনে নিই কেমন হতে পারে ভারতের সম্ভাব্য স্কোয়াড।

ইংল্যান্ডকে বড় চমক দেবে ভারত!

বেশ কিছু সূত্র মারফত খবর, বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের কাউকেই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামাবে না বিসিসিআই। তবে জয়সওয়াল-রাহুলদের বাদ দিলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় তারকাদের দলে ভেড়াবে ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে দলের নেতৃত্ব থাকতে পারে সূর্যকুমার যাদবের কাঁধে। সেই সাথে, আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দলে জায়গা হতে পারে সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কওয়াড়দের। এছাড়াও বর্তমান ফর্ম খতিয়ে দেখে অভিষেক শর্মাকেও ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে টানতে পারে ভারত।

সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং-অক্ষর প্যাটেলদেরও

অস্ট্রেলিয়ায় সফরকারি ভারতীয় তারকাদের বিশ্রামে পাঠিয়ে স্যামসন-রুতুরাজদের-অভিষেকদের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেতে পারেন অনেকেই। সূত্র বলছে, ইংলিশ ক্রিকেটারদের বিপক্ষে দলে ভিড়তে পারেন হার্দিক পান্ডিয়া, তিলক ভর্মা, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল ও জিতেশ শর্মার মতো ক্রিকেটাররা। এছাড়াও অর্শদীপ সিং, আবেশ খান, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, যশ দয়াল ও বিজয় কুমারের মতো ভারতীয় তরুণদের ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড দখল করার সুযোগ রয়েছে। সূত্র বলছে, চোট যন্ত্রণা নিয়ে মাঠের বাইরে রয়েছেন মায়াঙ্ক যাদব। তবে দুর্দিন কাটিয়ে ফিট থাকলে তাঁকেও দলে নিতে পারে ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভর্মা, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, আবেশ খান, রবি বিষ্ণোই , বরুণ চক্রবর্তী, যশ দয়াল, বিজয় কুমার, মায়াঙ্ক যাদব।

সঙ্গে থাকুন ➥
X