বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে বহু দুঃসময় দেখে ফেলেছে ভারত। দলের ছেলেদের দুর্বল পারফরমেন্সের কারণে বেশ কয়েকবার রদবদল হয়েছে টিম ইন্ডিয়া স্কোয়াডে। অস্ট্রেলিয়ায় টেস্টের প্রায় প্রতিটি ম্যাচেই প্লেয়িং ইলেভেন নিয়ে নতুন খবর সামনে এনেছে ভারত। পার্থ থেকে শুরু করে মেলবোর্ন সবেতেই অশ্বিন, জাদেজা ও হর্ষিত রানাদের অদল বদল করেছে ম্যানেজমেন্ট।
একই ঘটনার সম্মুখীন হয়েছেন তারকা পেসার আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দরও। এবার সেই ধারাবাহিকতা আগামীকালের সিডনি টেস্ট অর্থাৎ বর্ডার গাভাস্কার সিরিজের অন্তিম লগ্নেও বজায় থাকবে বলেই খবর। কেননা ইতিমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন আকাশ দীপ। তাই তাঁর বিকল্প হিসেবে যোগ্য পেসারকে খুঁজে নিতে চলছে ভারত। বিকল্প ভাবা হচ্ছে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থেরও।
আকাশ দীপের বিকল্প দুই তরুণ পেসার
পিঠের যন্ত্রণায় ভুগছেন ভারতের তারকা পেসার আকাশ দীপ। এখনই যে মাঠে ফিরতে পারবেন না সে কথা বৃহস্পতিবারই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোলসা করেছেন কোচ গম্ভীর। তবে মেলবোর্নে পরাজয়ের পর টেস্টে ভয়াবহ দিন কাটানো ভারতের কাছে এই সংবাদ সত্যিই অভিশাপসম। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে প্রয়োজন বিকল্প পেসারের। আর এবার সেই তালিকায় নাম জড়িয়েছে ভারতের 2 তরুণ বোলারের।
সূত্র বলছে, আকাশের বিকল্প হিসেবে সিডনির ময়দান দখল করতে পারেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং স্তম্ভ হর্ষিত রানা। চোট যন্ত্রণায় কাতর ভারতীয় পেসারের বিকল্প হিসেবে প্রথম পছন্দের তালিকায় রানাকে ভাবা হলেও আকাশের পরিবর্তে যদি প্রসিধ কৃষ্ণাকে মাঠে নামানো হয় তাহলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা ইতিমধ্যেই কৃষ্ণাকে নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে। অনেকেই বলছেন, আকাশ দীপের বদলি হিসেবে রানাকে পাওয়া না গেলেও প্রসিধ কৃষ্ণাকে দিয়ে কাজ চালিয়ে নেবে দল।
সিডনি টেস্টে ফিরতে পারেন শুভমন গিল
বেশকিছু সূত্র মারফত খবর, বর্তমানে ভারতীয় দলের যা অবস্থা, তাতে নতুন মাত্রা জুগিয়েছে আকাশ দীপের চোট। এদিকে ডিসেম্বরের শেষে ভারতের মুখের হাসি কেড়ে নিয়ে সিডনি টেস্টে রোহিতদের ওপর আরও চাপ বাড়াতে মুখিয়ে রয়েছেন কামিন্সরা। পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ, সেই সময়েই তরুণ ক্রিকেটার শুভমন গিলকে নিয়েও উঠে এলো সম্ভবনার ঝড়। জানা যাচ্ছে, সিডনি টেস্টে আকাশের জায়গায় মাঠে নামতে পারেন গিল। তবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনির বাড়তি চাপ থাকবে নীতিশ রেড্ডির কাঁধে।
সিডনি টেস্টে বাদ পড়বেন পন্থ?
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে ঋষভ পন্থকে নিয়ে বড়সড় চমক দিতে পারে ভারত। জানা যাচ্ছে, ভারতীয় উইকেট কিপার-ব্যাটসম্যানের আউট হওয়ার ধরণ একেবারেই পছন্দ করছে না ম্যানেজমেন্ট। সেই সাথে ঋষভকে যদি সিডনি টেস্ট থেকে বাদ দেওয়া হয় তার নেপথ্যে দায়ী থাকবে খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরমেন্সও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পন্থ একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন তেমনটা নয়, তবে রানের ধারাবাহিকতা বজায় রেখে সেভাবে বড় লক্ষ্য ছুঁতে পারেননি ভারতীয় তারকা। হয়তো সেই কারণেই সিডনি টেস্টের আগে স্কোয়াড থেকে ছাঁটাই হতে পারেন পন্থ। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বড়সড় ঝটকা পেতে পারে টিম ইন্ডিয়া। সূত্র বলছে, পন্থ না খেললে দলের উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন ধ্রুব জুরেল। সেক্ষেত্রে রাহুলের হাতেও জোড়া গ্লাভস ওঠার সম্ভাবনা রয়েছে।
সিডনি টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জসওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত/ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা/ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা/প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ।