বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারত আবারও জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মাদের ছাড়া ম্যাচ গড়াবে একথা যেন ভাবাই যায় না। তবে সম্প্রতি কানে আসছে নতুন খবর। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ইংল্যান্ডকে নিয়ে এক বিরাট আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের (Test Cricket) আয়োজন করতে চলেছে অজিরা।
শোনা যাচ্ছে, টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে 2027 সালের মার্চ থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। তবে আশ্চর্যের বিষয়, অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত হতে যাওয়া এই দিবা-রাত্রির ম্যাচে থাকছে না ভারত।
ভারতকে ছাড়াই টেস্ট ম্যাচ আয়োজন করছে অস্ট্রেলিয়া
2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্ণ হবে। আর সেই কারণেই সেবছরের 11 মার্চ থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে দিবারাত্রির ম্যাচ। মঙ্গলবার এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত হতে চলা 2027 সালের টেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে। বলে রাখি, অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামেই 1877 সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
150 বছর পূর্তিই কী আসল উপলক্ষ্য?
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 2027 সালের টেস্ট ম্যাচটি মূলত টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষ্যেই আয়োজন করবে অস্ট্রেলিয়া। এছাড়াও বিশ্ব টেস্ট ক্রিকেটের দীর্ঘযাত্রাকে সামনে রেখে এমসিজিতে একটি বড় অনুষ্ঠান করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার তরফে। শোনা যাচ্ছে, এই ম্যাচ ছাড়াও 2025-26 অ্যাশেজ সিরিজও আয়োজন করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
দিবা-রাত্রির ম্যাচে অজিদের সাফল্য
এ কথা ঠিক যে, আসন্ন 2027 সালের 11 মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচে কোনও জায়গা নেই ভারতের। আসলে, এই টেস্ট ম্যাচটি মূলত দিন-রাত্রির ম্যাচ হতে চলেছে। আর সেই সূত্র ধরেই কৌতূহলের বশে জানা গেল, দিন রাতের ম্যাচে অস্ট্রেলিয়ার সাফল্যের কথা। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, আজ পর্যন্ত মোট 13টি দিন রাতের টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। জানলে অবাক হবেন এর মধ্যে 12টিতেই সফল হয়েছে অজিরা। জানা যাচ্ছে, এই ম্যাচ গুলির মধ্যে 8টি ম্যাচই অ্যাডিলেডে আয়োজন করা হয়েছিল।
অবশ্যই পড়ুন: আদালতের নির্দেশ, রোজভ্যালির টাকা ফেরাচ্ছে ED, কীভাবে আপবেন আপনি?
কেন বাদ পড়ল ভারত?
শেষবারের মতো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লড়াই করেছিল ভারতীয় দল। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফিতেও অপ্রতিরোধ্য থেকে জয় তুলেছে ভারত। এছাড়াও গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও কাঁধে তুলেছে মেন ইন ব্লু।
এহেন সফল দলকে আন্তর্জাতিক ক্ষেত্রের ম্যাচ থেকে বাদ দেওয়াটা একেবারেই আশানুরূপ নয়। যেখানে ভারতের থেকেই আয়ের বেশিরভাগ অংশ ঘরে তোলে আইসিসি। এবার কিনা সেই দলকে বাদ রেখেই আন্তর্জাতিক টেস্টের বর্ষপূর্তি উদযাপন করা হবে। যার কারণ এখনও পর্যন্ত অধরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |