বিক্রম ব্যানার্জী, কলকাতা:শনিবার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অজিদের বিরুদ্ধে ভারতীয় দলে থাকলেও অধিনায়কের পদ হারিয়েছেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে দেশের নতুন অধিনায়ক 26 বছরের শুভমন গিল। তাতে অবশ্য মনের ওজন বেড়েছে হিটম্যান ভক্তদের। অনেকেই বলছেন, আর যাই হোক! এখনই রোহিত ভাইকে নেতৃত্ব থেকে সরানো উচিত হয়নি। আর এখানেই প্রশ্ন ওঠে, ভারতীয় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক কে (India Most Successful ODI Captain)? নাম জানলে চমকে যেতে পারেন আপনিও!
ওয়ানডে ইতিহাসে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক
আজ পর্যন্ত, ভারতীয় দলের চালকের আসনে বসেছেন বহু কিংবদন্তি। বিশেষত, ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছিল কপিল দেব থেকে শুরু করে, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাঁধে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক কে? না বললেই নয়, ভারতের একদিনের ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ, বলা ভাল টুর্নামেন্ট জিতেছেন রোহিত শর্মাই।
রিপোর্ট বলছে, অধিনায়কত্ব হারানোর আগে পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে 75 শতাংশেরও বেশি জয়ের রেকর্ড রয়েছে অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে। অর্থাৎ ভারতীয় দলকে সবচেয়ে বেশি ওয়ানডে টুর্নামেন্ট জিতিয়ে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকেও ছাপিয়ে গিয়েছেন হিটম্যান। একদিনের ফরম্যাটে রোহিত শর্মার রেকর্ডও তাক লাগানোর মতোই।
অবশ্যই পড়ুন: ‘খেলার চেয়েও গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন, যুক্তি দিয়ে ভাবুন!’ বিবৃতি দিল মোহনবাগান
বলা বাহুল্য, ভারতীয় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই তিনজনই সবচেয়ে সফল অধিনায়ক। তবে এদের মধ্যে যদি সেরা বাছতে হয় সে ক্ষেত্রে ঘাটতে হবে পুরনো কাসুন্দি। বলে রাখি, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ধোনি দেশের জন্য 3টি ICC ট্রফি এনেছেন। যার মধ্যে রয়েছে, 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়নস ট্রফি। না বললেই নয়, মোট 200টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মাহি, যার মধ্যে 110টিতেই জিতেছিল ভারত।
একইভাবে যদি বিরাট কোহলির কথা বলা হয়, সে ক্ষেত্রে কোহলির হাত ধরে 95টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে জয় এসেছে 65টি ম্যাচে। ধোনির যেখানে জয়ের শতাংশ 55, কোহলির সেখানে 68.42 শতাংশ। তবে যদি রোহিত শর্মার কথা বলা হয়, সে ক্ষেত্রে তিনি ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার পর থেকে মোট 56টি ওয়ানডে ম্যাচ খেলেছিল ভারতীয় দল। যার মধ্যে 42টিতেই জয় এসেছে দেশের ঘরে। ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের হার 75 শতাংশ, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক। বলা বাহুল্য, রোহিতের নেতৃত্বে 2018 ও 2023 এশিয়া কাপ জেতার পর, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2025 চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। তাছাড়াও 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোহিতের হাত ধরেই পৌঁছেছিল টিম ইন্ডিয়া।