ফুটবলে ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Published on:

India or Bangladesh, which football team is ahead at the international level? See

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে (International Football) এগিয়ে থাকার আমরণ চেষ্টা করছে প্রতিবেশী বাংলাদেশও। তবে ফিফা র‍্যাঙ্কিং বলছে, আন্তর্জাতিক স্তরে ভারতের ধারে কাছে নেই ওপার বাংলার ফুটবল। হ্যাঁ, ফিফা র‍্যাঙ্কিং তালিকা অনুযায়ী, 126 নম্বরে জায়গা হয়েছে ভারতের। যেখানে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান 185-তে।

কাজেই 59 ধাপ পিছিয়ে মহম্মদ ইউনূসের জাতীয় ফুটবল দল। এমতাবস্থায়, ওপার বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম, দুই দলের মধ্যে পরিসংখ্যানকে সামনে রেখে, বাজার মূল্য থেকে শুরু করে খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতার নিরিখে একটি রিপোর্ট পেশ করেছে। চলুন জেনে নিই গোটা পরিসংখ্যান।

খেলোয়াড়দের বাজার মূল্যে নাকি এগিয়ে বাংলাদেশ ?

বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, ট্রান্সফার মার্কেটে বাজারদরের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। রিপোর্ট বলছে, মানালো মার্কেজের দলে 25 জন ফুটবলার রয়েছেন। ওপার বাংলার সংবাদ মাধ্যমটি দাবি করেছে, ভারতের খেলোয়াড়দের ট্রান্সফর মার্কেটে যে বাজারমূল্য তা নাকি বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের থেকে অনেকটাই কম। ঠিক কী বলছে প্রতিবেদন?

ওপার বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যমের পৃষ্ঠায় দাবি করা হয়েছে, বাংলাদেশের ফুটবল দলে 24 জন খেলোয়াড়ের বর্তমান বাজার মূল্য 86 লক্ষ 25 হাজার মার্কিন ডলার। এর মধ্যে নাকি বাংলাদেশি বংশোদ্ভুত তথা শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী একাই 49 লাখ ডলার পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে নাকি দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূল্য ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার ঈসা ফয়সালের মার্কেট প্রাইস নাকি আড়াই লাখ ডলার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এবার আসা যাক ভারতীয় ফুটবল দলের প্রসঙ্গে, বাংলাদেশের সংবাদমাধ্যমটি দাবি করছে, ভারতীয় দলে থাকা 25 জন ফুটবলারের বর্তমান মোট বাজার মূল্য 60 লক্ষ 70 হাজার ডলার। তাদের মধ্যে সবচেয়ে বেশি দাম দিয়ে জাতীয় দলে রাখা হয়েছে মোহনবাগানে খেলা সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়ারকে। তাঁর বর্তমান বাজার মূল্য 3 লাখ 80 হাজার ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে সাড়ে 3 লাখ ডলার পান মোহনবাগানের তারকা ডিফেন্ডার শুভাশিস বসু। তবে সেই নিরিখে, বর্তমানে ট্র্যান্সফার মার্কেটে ভারতীয় দলের প্রায় সব খেলোয়াড়েরই বাজার মূল্য একপ্রকার কাছাকাছি। সেক্ষেত্রে এককভাবে কোনও প্লেয়ারের বাজার মূল্য অন্য প্লেয়ারের তুলনায় কয়েক গুণ নয়। কাজেই এই নিরিখে বাংলাদেশের থেকে এগিয়ে ভারত। যেখানে বাংলাদেশে এক খেলোয়াড়েরই বাজারদর অন্যান্যদের থেকে প্রায় 10 গুণ বেশি।

আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায়ও এগিয়ে ভারত

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, অবসর ভেঙে ফের জাতীয় দলে যোগ দেওয়া তারকা ফুটবলার সুনীল ছেত্রী 2005 সালে ভারতীয় দলে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ 20 বছরে 152টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন। ভারতের এই 40 বছর বয়সী ফরোয়ার্ড এখনও পর্যন্ত 95টি গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও আলি দাইয়ির পর আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

অবশ্যই পড়ুন: ম্যাচ চলাকালীন বুকে প্রচণ্ড যন্ত্রণা, হার্ট অ্যাটাক তামিমের! তোলা গেল না হেলিকপ্টারেও

অন্যদিকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞ প্লেয়ার সন্দেশ জিনগান। এই 31 বছর বয়সী সেন্টার ব্যাংক 60 ম্যাচে অংশ নিয়ে নিজের কামাল দেখিয়েছেন। সেই তুলনায় বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার জামাল ভূঁইয়া আন্তর্জাতিক স্তরে 87টি ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন। যা ভারতীয় তারকা সুনীল ছেত্রীর তুলনায় অনেকটাই কম। কাজেই অভিজ্ঞতার দিক থেকেও পিছিয়ে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥