বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের 22 গজ ছাড়িয়ে বাস্তবের 22 গজেও চির প্রতিদ্বন্দ্বী বা বিরুদ্ধ আত্মা ভারত পাকিস্তান (India-Pakistan)। ভারত হারলেই পশ্চিমের দেশে শুরু হয় উৎসব। পাক ক্রিকেট ভক্তদের সিংহভাগই এদেশের বিরুদ্ধে। তবে সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপের ফাইনালের দিন ধরা পড়ল এক ভিন্ন দৃশ্য। পাকিস্তানের জার্সি গায়ে ভারতীয় দলকে সমর্থন করলেন এক পাক সমর্থক ও তাঁর পরিবার। শুধু তাই নয়, 140 কোটি ভারতবাসীর মতোই গলা মেলাবেন জনগণমন-তেও।
নেট দুনিয়ায় ভাইরাল পাক সমর্থকের ভিডিও
গত রবিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল ভারতের লড়াকু নারীরা। সেই আসরে যে জয়টা ভারতই ছিনিয়ে আনবে তা বোঝা গিয়েছিল শেফালী বর্মাদের সংঘবদ্ধ লড়াই দেখেই। শেষমেষ সেটাই হল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য ওয়ানডে মহিলা বিশ্বকাপের ফাইনাল জিতল ভারত। তবে তার আগে এক বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে নেট দুনিয়া।
গত পরশু, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় সংগীত গেয়েছিলেন স্বয়ং ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া সেই সময়কার একটি ভিডিও দেখায়, পাকিস্তানের জার্সি গায়ে পরিবার নিয়ে টিভির সামনে দাঁড়িয়ে ভারতীয়দের সাথেই জাতীয় সংগীত জনগণমনতে গলা মেলাচ্ছেন ওই পাকিস্তানি সমর্থক। শুধু তাই নয়, ম্যাচ শেষে ফাইনালটাও যাতে ভারতীয়দের দখলে যায় এবং ট্রফিটা যেন ভারতীয় দলের মেয়েরাই কাঁধে তোলে তেমন প্রার্থনা করেছিলেন ওই পাকিস্তানি। যেই দৃশ্য নেট দুনিয়ায় দেখে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভারতের ক্রিকেট ভক্তরা। ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে ওই ভিডিওর কমেন্ট বক্স। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভাইরাল ভিডিওটির ক্যাপশনে পাকিস্তানি সমর্থক লিখেছিলেন, ‘আমাদের উইমেন ব্লুর জন্য গলা ফাটাও। তোমরা কাপ ঘরে আনো।’
অবশ্যই পড়ুন: SIR ফিরিয়ে দিল স্বামীকে! ৩৫ বছর ধরে নিখোঁজ মুর্শিদাবাদের করিম শেখ হঠাৎ বাড়িতে
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে পেছনে পেছনে থেকেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছে ভারতের মেয়েরা। সেই সূত্রে জায়গা হয়েছিল ফাইনালে। আর সেখানেই দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা যা পারেননি, সেটাই করে দেখিয়েছে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষদের ভারত। অন্যদিকে, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্স ছিল একেবারে জঘন্য! যার কারণে নিজের দেশেই বারবার সমালোচনার শিকার হচ্ছেন ফাতিমা সানারা।












