দ্বিতীয় ওয়ানডেতে বদলে যাবে দল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া

Published:

India Possible Playing XI Against Australia For second one day
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে 22 গজে লড়তে দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে বসেছিলেন সমর্থকরা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন দুজনেই। অজিদের বিপক্ষে খেলতে নেমে 8 রানে উড়ে যায় রোহিতের উইকেট, বিরাট আউট হন শূন্যতে। এছাড়াও 10 রান করে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক শুভমন গিলকেও। তাতে যথেষ্ট হতাশ হয়েছেন ভক্তরা। সবচেয়ে বড় হতাশার জায়গা গত 19 তারিখের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের পরাজয়। আর এসব কিছু নিয়েই এখন দ্বিতীয় ওয়ানডের অপেক্ষায় সমর্থকরা। সেই আসরে কোন একাদশ নিয়ে নামবে শুভমনের ভারত (India Possible Playing XI)?

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়বেন বড় অলরাউন্ডার!

অজিদের বিপক্ষে ওয়ানডের প্রথম ম্যাচে ভারতের ইনিংসে বাগড়া হয়েছিল বৃষ্টি। যার জেরে ম্যাচ নেমে আসে 26 ওভারে। আর সেই নির্ধারিত সময়ের আগেই 131 রানের লক্ষ্য পূরণ করে দেয় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওয়ানডেতে আর পরাজয়ের মুখোমুখি হতে চায় না টিম ইন্ডিয়া। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে সমানে লড়তে হাড় ভাঙা পরিশ্রম করছেন রোহিত, বিরাটেরা। এরই মাঝে শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ভাগ্যের চাকা ঘোরাতে বড় তারকাকে বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, 23 তারিখ, বৃহস্পতিবার ওভালের ম্যাচে ভারতীয় একাদশ থেকে বাদ পড়তে পারেন ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, সূত্রের দাবি যদি সত্যি হয় সে ক্ষেত্রে, গত ম্যাচে 10 বলে 10 রান এবং এক উইকেট নেওয়া এই অলরাউন্ডারকে বসিয়ে তারকা স্পিনার কুলদীপ যাদবকে মাঠে নামাতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, ওভালের ময়দানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেল দেখাতে পারবেন কুলদীপ। এক কথায়, একের পর এক উইকেট ভেঙে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতেই তারকা স্পিনারকে দলে ভেড়াতে পারে বোর্ড।

রানার জায়গায় নামতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডের প্রথম ম্যাচে 4 ওভারে 27 রান দিয়ে একটি উইকেটও তুলতে পারেননি গৌতম গম্ভীরের প্রিয় পাত্র তথা ভারতীয় পেসার হর্ষিত রানা। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাগ্যের দরজা খুলতে দ্বিতীয় ওয়ানডেতে তাঁর বদলে নামানো হতে পারে তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে। এছাড়া মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংরা তো রয়েছেনই।

অবশ্যই পড়ুন: অধিনায়ক হয়েই কামব্যাক ঋষভ পন্থের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দলে আর কারা?

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join