কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে হচ্ছে। গোলাপি বলের দিনরাতের এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে সমস্যায় ফেলেছে আয়োজক অস্ট্রেলিয়া। যদিও, দ্বিতীয় দিনে কামব্যাকের আশা জুগিয়েছে টিম ইন্ডিয়ার বোলাররা। তবে দ্বিতীয় দিনে আম্পায়ারের এক সিদ্ধান্ত নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছে।
থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক
মারনাস লাবুশেন আউট হওয়ার পর পিচে আসেন মিচেল মার্স। এরপরই ভারতীয় দলের ৫৮ তম ওভারে বিতর্কের সৃষ্টি হয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। আসলে এই ওভারের তৃতীয় বলে টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন LBW-র আবেদন জানান ফিল্ড আম্পায়ারের কাছে। আম্পায়ার তা নাকোচ করে দেন। এরপর DRS নেওয়া হয়। কিন্তু থার্ড আম্পায়ার ঠিক বুঝতেই পারলেন না যে বল ব্যাটে আগে লেগেছে না প্যাডে। এই কারণে নট আউট ঘোষণা করা হয়।
টিভি আম্পায়ারের এই একতরফা সিদ্ধান্তে অখুশি হন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। এরপর বিরাট কোহলি নিজে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলেন। যদিও, আম্পায়ার নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বল আগে ব্যাটে লেগেছে।
Bat or pad first? Hard to say – sticking with the umpire’s call #AUSvIND pic.twitter.com/UqsoPvEruJ
— cricket.com.au (@cricketcomau) December 7, 2024
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেও কামাল দেখাচ্ছেন জসপ্রীত বুমরাহ। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ করেছিল। এদিকে আজ ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ২২০ করেছে। বর্তমানে পিচে রয়েছেন ট্র্যাভিস হেড ও অ্যালেক্স ক্যারি। ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি ১৯ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া নীতীশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নিয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |