১০ বছর ধরে হারেনি ভারত, বক্সিং ডে টেস্টের আগে জানুন মেলবোর্নে দুই দলের পরিসংখ্যান

Published on:

india vs australia bgt 2024

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে। এখনও অবধি বর্ডার-গাভাস্কার ট্রফির তিনটি টেস্ট খেলা হয়েছে, যেখানে দুই দলই একটি করে টেস্ট জিতেছে। আর একটি টেস্ট ড্র হয়েছে। চতুর্থ টেস্টের জন্য দুই দলেরই প্রস্তুতি তুঙ্গে। তবে আপনি কি জানেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বরাবরই টিম ইন্ডিয়ার জন্য বিশেষ। কারণ, ভারত এই মাঠে অনেক ঐতিহাসিক জয় হাসিল করেছে। আসুন জেনে নিই মেলবোর্নের মাঠে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে রেকর্ড কেমন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেলবোর্নে ভারত, অস্ট্রেলিয়ার পরিসংখ্যান | India Vs Australia head to head Melbourne |

১৯৪৮ সালে মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ম্যাচ হয়েছিল। ওই ম্যাচে ২৩৩ রানে হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্যাচ ১৯৭৭ সালে হয়েছিল। সেই টেস্ট ২২২ রানে জিতেছিল টিম ইন্ডিয়ার। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সুনীল গাভাস্কার ১১৮ রান করেছিলেন। বলে দিই, এখনও অবধি অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে মেলবোর্নে ১৪টি টেস্ট ম্যাচ হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ৮ টি ও ভারত ৪ টি ম্যাচে জয় হাসিল করেছে। দুটি টেস্ট ড্র হয়।

১০ বছর ধরে মেলবোর্নে হারেনি ভারত |

Boxing Day Test |

বিগত এক দশক ধরে অস্ট্রেলিয়া মেলবোর্নে ভারতকে হারাতে পারেনি। ২০২১ সালে ডিসেম্বর দুই দল এই মাঠে শেষ ম্যাচ খেলেছিল। ওই টেস্টে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল। এর আগে ২০১৮ সালে ১৩৭ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। ১০ বছর আগে ২০১৪ সালে দুই দলের ম্যাচ অমীমাংসিত ছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার সবথেকে চিন্তার বিষয় হল রোহিত শর্মা ও কেএল রাহুলের চোট। দুজনাই অনুশীলনে সামান্য চোট পেয়েছেন। তবে তাঁরা যে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না, তা নিয়ে কোনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। তবুও ভারতীয় দলের মধ্যে একটি চাপা উত্তেজনা কাজ করেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group