কৌশিক দত্ত, কলকাতাঃ আজ থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার (India Vs Australia) তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কার ট্রফির এই তৃতীয় টেস্টের প্রথম দিনই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আগামী চারদিন খেলা হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি তিনি এই ম্যাচে দু’দুটি পরিবর্তনও করেছেন। আর এই পরিবর্তনের কারণেই কলকাতা নাইট রাইডার্সের স্টার প্লেয়ারের কপাল পুড়েছে।
এদিন ম্যাচের প্রথম থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল। ৬ ওভার খেলার পর বৃষ্টির কারণে ৩০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। এরপর ফের খেলা শুরু হয়। তবে ১৪ তম ওভারে আবারও বৃষ্টি নামে। এবার আর খেলা শুরু করা যায়নি। ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৮। কোনও উইকেট হারায়নি অজিরা।
অস্ট্রেলিয়া সফরে অভিষেক হয় হর্ষিত রানার
টিম ইন্ডিয়া এই ম্যাচে দুটি বড় পরিবর্তন করে। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে এদিন রবীন্দ্র জাদেজাকে নেওয়া হয়েছে। অপরদিকে হর্ষিত রানাকে বাদ দিয়ে আকাশ দীপকে নেওয়া হয়েছে। বলে দিই, কলকাতা নাইট রাইডার্সের স্টার বোলার হর্ষিত রানার অভিষেক অস্ট্রেলিয়া সফরেই হয়েছিল। প্রথম ম্যাচেই দাগ কেটেছিলেন তরুণ এই বোলার।
দ্বিতীয় ম্যাচে ডাহা ফেল হর্ষিত রানা
পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৩ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট পান মাত্র ১ টি। তবে দ্বিতীয় টেস্টে ডাহা ফেল করেন হর্ষিত। দুই ইনিংসে একটিও উইকেট নিতে পারেননি তিনি। আর এই কারণেই তাঁকে বিশ্রাম দিয়ে এবার আকাশ দীপকে সুযোগ দেওয়া হয়েছে প্রথম একাদশে।