বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষার অবসান। অবশেষে ভারতীয় ওয়ানডে দলে কামব্যাক করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। উপলক্ষ্য ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। সেই মতোই ইতিমধ্যেই অজিভূমিতে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতের ছেলেরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবছর তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে খেলবেন রোহিত, বিরাট, রাহুলরা। কিন্তু 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলি কীভাবে বাড়িতে বসে উপভোগ করবেন (India Vs Australia Live Streaming)?
এক নজরে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
আগামী রবিবার অর্থাৎ 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। 3 ওয়ানডের প্রথম ম্যাচটি গড়াবে পার্থে। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 23 অক্টোবর, বৃহস্পতিবার। এ দিনের ম্যাচ গড়াবে অ্যাডিলেড ওভালে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর পরবর্তী অর্থাৎ শেষ ওয়ানডে ম্যাচ রয়েছে 25 অক্টোবর, শনিবার। এ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। একদিনের সিরিজ শেষ হলেই অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
কীভাবে বাড়িতে বসে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ?
রিপোর্ট অনুযায়ী, আগামী 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে JioCinema অ্যাপ এবং ওয়েবসাইটে। এছাড়াও টিভিতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলি দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস চ্যানেলে। বলা বাহুল্য, ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল 9টা বেজে 30 মিনিটে। এর আগে 8:30 এ হবে টস পর্ব।
অবশ্যই পড়ুন: CBI-র মামলায় সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন রাজীব কুমার, ২ মাস পর ফের শুনানি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঘোষিত স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেট কিপার), ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা।