বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (India Vs Australia) বাগড়া হয়েছিল বৃষ্টি। তাতে প্রথমবার ওভার কমার পর দ্বিতীয় পর্বে আর খেলা শুরু করা যায়নি। 18 ওভারের ম্যাচে 9.7 ওভার পর্যন্ত খেলেই 97 রান তুলেছিল ভারত, আর সেখানেই শেষ হয়ে যায় প্রথম আসর। তবে পরবর্তীতে বৃষ্টি থামলেও রাতের দিকে কেন ম্যাচ আয়োজন করা গেল না? নেপথ্যে কোন কারণ?
এই কারণেই রাতে খেলা গড়ায়নি
ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গড়িয়েছিল ক্যানবেরায়। বলে রাখি, এই এলাকায় প্রতি রাতে জারি হয় ফ্লাডলাইট কার্ফু। মূলত ক্যানবেরার মানুকা ওভাল গ্রাউন্ডের চারপাশে একাধিক বসতি রয়েছে। কাজেই অধিক রাতে বিশেষ করে রাত 11 টার পর ফ্লাড লাইটের আলো জ্বালিয়ে রাখা যায় না। ফলে, আলো না জ্বললে ম্যাচ আয়োজনের কোন প্রসঙ্গই ওঠে না।
লড়াই করেছেন সূর্য এবং শুভমন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আশানুরূপ ফল করতে পারেননি অভিষেক শর্মা। গত এশিয়া কাপে তাঁর যে দাপট, তা অজিদের বিপক্ষে প্রথম আসরে দেখা যায়নি। এদিন মাত্র 14 বল খেলে 19 রানেই মাঠ ছাড়েন অভিষেক। যদিও বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচে ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। গতকাল বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে পর্যন্ত এই দুই ব্যাটসম্যান নট আউট থেকে যথাক্রমে 39 এবং 37 রান করেন।
অবশ্যই পড়ুন: জিনপিংয়ের সাথে দেখা হতেই চিনকে স্বস্তি দিলেন ট্রাম্প
উল্লেখ, ভারতের ইনিংস তখন প্রথম পাঁচ ওভারে। হঠাৎ ঝেপে আসে বৃষ্টি। যার কারণে প্রায় 40 মিনিট বন্ধ ছিল খেলা। পরবর্তীতে 2 ওভার কমিয়ে 18 ওভারের ম্যাচ শুরু হওয়ার পর 9.4 ওভারে ফের বাগড়া দেয় বৃষ্টি। আবারও বন্ধ হয় ম্যাচ। এরপর সেই বৃষ্টি চলছিল একটানা। এদিকে ক্রমশ সময় কমছিল ম্যাচের। একটা সময় পৌঁছে রাতে গিয়ে বৃষ্টি কিছুটা কমলেও ম্যাচ পুনরায় আয়োজন করা যায়নি। তবে এ কথা ঠিক যে, ক্যানবেরায় রাত 11 টা বা তার পর ফ্লাডলাইট কার্ফু না থাকলে বোধহয় ম্যাচ আয়োজন করা যেত।












