ডুবল ব্যাটিং অর্ডার, রান পেলেন শুধুই অভিষেক আর রানা! ১২৫ রানে ভারতকে ধসিয়ে দিল অস্ট্রেলিয়া

Published:

India Vs Australia match update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম দিনের ম্যাচ। তাই দ্বিতীয় আসরে (India Vs Australia) ভারতকে সামনে পেয়ে ক্ষমতা দেখানোর কোনও সুযোগ ছাড়ল না অস্ট্রেলিয়া। শুক্রবার, টস জিতে ভারতীয়দের ব্যাট করতে পাঠায় অজিরা। আর সেই সূত্রেই নির্ধারিত 20 ওভারের আগেই 125 রানে ভারতের তল্পিতল্পা গুটিয়ে দিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সামনে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে অন্য ভারতকে দেখল দর্শকরা। শেষ ওয়ানডেতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাঁধে ভর করে যারা দাপিয়ে খেলেছিল, সেই ভারতের টি-টোয়েন্টি দল শুক্রবার অস্ট্রেলিয়ার সামনে ধেরিয়েছে। এদিন অভিষেক শর্মা ছাড়া আর কোনও ব্যাটসম্যানই সে অর্থে ব্যাটে রান পাননি।

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে পড়ে টিম ইন্ডিয়ার অবস্থা এতটাই জটিল হয়ে পড়েছিল যে, শেষ পর্যন্ত অভিষেকের সাথে জুটি বাঁধতে হয় ভারতীয় পেসার হর্ষিত রানাকে। বলা বাহুল্য, এদিন অজিদের কঠিন বোলিংয়ের সামনে টিকে থেকে শেষ পর্যন্ত 37 বলে 8টি চার এবং দুটি ছয় সহযোগে 68 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন অভিষেক। অন্যদিকে আজকের ম্যাচে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রানা। তাঁর ব্যাটে এসেছে 35 রান। বাকি শুভমন গিল থেকে শুরু করে অধিনায়ক সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, অক্ষর প্যাটেল কেউই সে অর্থে কিছুই করে দেখাতে পারেননি। তাতে 18.4 ওভারেই 125 রান করে গুটিয়ে গেল ভারতের ইনিংস।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়ন ভারত হোক বা দক্ষিণ আফ্রিকা, মহিলা বিশ্বকাপের ফাইনালে তৈরি হবে নতুন ইতিহাস

উল্লেখ্য, ভারতীয় প্লেয়াররা ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার অস্ট্রেলিয়ার হয়ে 3টি উইকেট ভেঙেছেন তারকা পেসার জশ হ্যাজলউড। এছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন জেভিয়ার কলিন বার্টলেট এবং নাথান এলিস। 1টি উইকেট নিয়েছেন মার্কাস স্টইনিস। জিততে হলে 20 ওভারে অস্ট্রেলিয়াকে করতে হবে মাত্র 126 রান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join