বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের (India Vs Australia) আগে বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। পার্থের একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার দুই দাপুটে ক্রিকেটার। শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে জাতীয় দলে জায়গা হওয়া অ্যাডম জাম্পা এবং জশ ইংলিশকে ছাড়াই রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামতে হবে অজিদের। যদিও ইতিমধ্যেই এই দুই তারকার বিকল্প খুঁজে নিয়েছে অস্ট্রেলিয়া।
পার্থে খেলতে পারবেন না এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার
রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা। তাই পরিবারকে সময় দেওয়ার কারণেই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে যোগ দিতে পারবেন না তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ ইংলিশ। ফলে, অস্ট্রেলিয়া দলে জায়গা হলেও প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না ইংলিশ। কাজেই, রোহিত, বিরাটদের বিরুদ্ধে প্রথম টেস্টে এই দুই তারকাকে ছাড়াই লড়াই করতে হবে অস্ট্রেলিয়াকে।
দুই তারকার বিকল্প হিসেবে কাদের দলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া?
জানা গিয়েছে, ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দুই তারকার অভাব পূরণ করতে দুজন দাপুটে ক্রিকেটারকে দলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রিপোর্ট অনুযায়ী, অ্যাডাম জাম্পার বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন ম্যাথিউ পল কুহনিম্যান। একইভাবে, জশ ইংলিশের বদলি হিসেবে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে অংশ নিচ্ছেন জশ ফিলিপ। বলা বাহুল্য, অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য বর্তমানে ঘরোয়া ক্রিকেট খেলছেন অ্যালেক্স ক্যারি। তাই শেষ পর্যন্ত ইংলিশের বিকল্প হিসেবে সুযোগ পেলেন ফিলিপ।
JOSH PHILIPPE AND MATT KUHNEMANN WILL JOIN THE AUS TEAM FOR THE FIRST ODI VS INDIA. PHILIPPE WILL KEEP WICKETS FOR JOSH INGLIS WHO HAS NOT FULLY RECOVERED FROM A CALF STRAIN, WHILE KUHNEMANN REPLACES ADAM ZAMPA, WHO WILL MISS THE FIRST MATCH OF THE SERIES FOR FAMILY REASONS…. https://t.co/ETmqgmlTWA
— Professor (@Off_Spinnerr) October 14, 2025
অবশ্যই পড়ুন: ঘরে বসে অনলাইনে করুন টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? কত খরচ, কী কী লাগবে জেনে নিন
উল্লেখ্য, আগামী 19 অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বহু অপেক্ষিত ওয়ানডে সিরিজ। রোহিত, বিরাটের কামব্যাক সিরিজের প্রথম ম্যাচে জশ ইংলিশ এবং অ্যাডাম জাম্পাকে ছাড়া বেশ খানিকটা সমস্যায় পড়তে পারে অস্ট্রেলিয়া, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।