৬ বলে ৪ উইকেট হর্ষিত রানার! অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল KKR বোলার

Published on:

harshit rana vs pm xi

কৌশিক দত্ত, কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া (Australia Vs India)। ইতিমধ্যে একটি টেস্ট খেলা হয়েও গিয়েছে। পারথে প্রথম টেস্টে ২৯৫ রানে আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। এবার লক্ষ্য অ্যাডিলেডের দিন/রাতের টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচে খেলছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচে আগুন ঝরাচ্ছেন টিম ইন্ডিয়ার নবাগত বোলার হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ বলে ৪ উইকেট নিয়েছেন তিনি।

WhatsApp Community Join Now

অস্ট্রেলিয়ার টেস্টের মাধ্যমেই জাতীয় দলে অভিষেক হয়েছে হর্ষিত রানার। এর আগে ২০২৪-র আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। যার জেরেই জাতীয় দলে ডাক পড়েছে তার। পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন হর্ষিত। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট। তবে এবার অনুশীলন ম্যাচে রানা যেন রুদ্রমূর্তি ধারণ করেছে।

দ্বিতীয় টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চার দিনে একটি ম্যাচ খেলছে ভারত। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পুরোপুরি ভেস্তে যায়। আজ দ্বিতীয় দিনে খেলা শুরু হয়েছে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আর বল হাতে প্রথম থেকেই অস্ট্রেলীয় দলের উপর চেপে বসেছে টিম ইন্ডিয়া। KKR-র বোলার হর্ষিত রানা এদিন মাত্র ৬ বলে ৪ উইকেট নিয়েছেন।

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচে হর্ষিত রানা তার দ্বিতীয় ওভারে ৬ বলে ৪ উইকেট নিয়ে বিপক্ষ দলকে একদম ধসিয়ে দিয়েছে। বলে রাখি, এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্রিকেটাররা খেলছেন না। এখনও অবধি প্রধানমন্ত্রী একাদশ ৪৩.২ ওভারে ১০ উইকেট খুইয়ে ২৪০ রান করেছে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন স্যাম কনসটাস। তিনি ৯৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন। এই ম্যাচে হর্ষিত রানা ৬ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

সঙ্গে থাকুন ➥
X