১৩১ লক্ষ্য দিল ভারত! খারাপ সময়ে রোহিত, গিলকে খোশমেজাজে দেখে ক্ষুব্ধ নেটজনতা

Published:

India Vs Australia Rohit Sharma and Gill enjoys popcorn match update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত-বিরাটের প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘ অপেক্ষায় ছিলেন ভক্তরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে (India Vs Australia) সেই অপেক্ষা ঘুঁচবে জেনে ব্যাপক উচ্ছ্বসিত হয়েছিলেন দেশবাসী। সেই মতোই, ওয়ানডে সিরিজের প্রথম দিনের ম্যাচ দেখতে বসে হতাশ হতে হল ভারতীয় ক্রিকেট সমর্থকদের। 8 রানে আউট রোহিত, বিরাট ফিরেছেন শূন্যতে। আর এসবের মাঝেই একেবারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লড়তে হয়েছে কে এল রাহুলদের। এহেন আবহে, রোহিত শর্মা এবং শুভমন গিলকে খোশমেজাজে পপকর্ন খেতে দেখে চটে গিয়েছেন নেট নাগরিকরা।

দলের দুঃসময়ে রোহিত, গিলকে পপকর্ন খেতে দেখে ক্ষুব্ধ নেট নাগরিকরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ রোহিত এবং বিরাটের কাছে কেরিয়ার বাঁচানোর লড়াই। সেই আসরের প্রথমেই ডাহা ফেল করেছেন দুজন। তাতে বেজায় অসন্তুষ্ট ভারতীয় সমর্থকরা। দুই প্রিয় ক্রিকেটারকে নিয়ে ভক্তরা যে প্রত্যাশা করেছিলেন তার এক চুলও পূরণ করতে পারেননি তাঁরা। এমতাবস্থায়, দলের দুঃসময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত এবং অধিনায়ক গিলের পপকর্ন খাওয়ার ভিডিও। সেখানে একেবারে খোশমেজাজ আলাপচারিতায় মজে থাকতে দেখা গিয়েছে দুই ভারতীয় ক্রিকেটারকে।

বলা বাহুল্য, এসি রুমে বসে পায়ের উপর পা তুলে রোহিত এবং শুভমন পপকর্ন খাচ্ছেন, এদিকে অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় দলের অবস্থা চোখে দেখার মতো নয়, সেই পর্বে দাঁড়িয়ে ভিডিওটি নেট নাগরিকদের মেজাজ বিগড়ে দিয়েছে। নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, যাঁদের জন্য এতকিছু। যাঁরা রান পেল না বলে মন খারাপ, তাঁরাই দিব্য খোশ মেজাজে রয়েছেন। হাতে পপকর্ন নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন।

বলা বাহুল্য, রোহিত বিরাটের পাশাপাশি 10 রানে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন শুভমন গিলও। এরপর মাঝে বৃষ্টির কারণে বেশ কয়েকবার বন্ধ হয়েছে খেলা। সেই সময়ে ড্রেসিংরুমে বসে পপকর্ন খাচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান অধিনায়ক। সঙ্গে চলছিল হাসি মজাও। দলের খারাপ সময় সেটাই যেন ভক্তদের ক্রোধে নতুন মাত্রা জুগিয়েছে। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি শুভমন, রোহিত কেউই।

 

অবশ্যই পড়ুন: ভারতের বিপক্ষে ১৭৬.৫ কিমি গতিতে বোলিং! বিশ্বরেকর্ড ভেঙে দিলেন স্টার্ক?

উল্লেখ্য, বৃষ্টির কারণে বারবার বিঘ্নিত হয়েছে প্রথম দিনের ম্যাচ। মূলত সে কারণেই 50 ওভার থেকে সরাসরি 26 ওভারে নেমে এসেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। সেই আসরের প্রথম ইনিংসে অবশ্য ঝড়ের গতিতে 9 উইকেট হারিয়ে  মাত্র 137 রান তুলেছে ভারত। তবে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে মাত্র 131 রান। অনেকেই বলছেন, 26 ওভারের আগেই এই লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলবেন অজিরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join