বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের সাথে দীর্ঘদিন সম্পর্ক না থাকলে যে সমস্যা হয় তা বোঝা গেল ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের (India Vs Australia) প্রথম দিনই। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমেই বেহাল দশা ভারতের। প্রথম 10 ওভারেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন রোহিত, বিরাট এবং অধিনায়ক শুভমন। যার জেরে সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া।
রোহিত, বিরাটকে মাঠে টিকতে দিল না অস্ট্রেলিয়া
রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেই মতোই, ব্যাট হাতে ওপেনিং করতে মাঠে নামেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে দুই তারকা জুটিকে সামনে রেখেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতীয় দলের। এদিন 14 বলে মাত্র 8 রান করে জশ হ্যাজলউডের হাতে আউট হয়ে যান রোহিত। এদিন রোহিত চলে যাওয়ার পর 10 রানে সাজঘরে ফেরেন গিলও।
তবে সবচেয়ে অবাক করা বিষয়, যাঁর জন্য এত অপেক্ষা, যাঁকে নিয়ে এত আলোচনা সেই বিরাট কোহলিই ব্যাট করতে এসে শূন্যতে আউট হয়ে ফিরেছেন। বল করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। না বললেই নয়, এদিন প্রথম 10 ওভারে তিন তারকা ব্যাটসম্যানকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়া। এর মাঝে আবার পার্থে বারবার বৃষ্টি নামায় বিঘ্নিত হচ্ছে খেলা।
অবশ্যই পড়ুন: দেওয়ালে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, অগ্নিকাণ্ড দার্জিলিংয়ের সেই লালকুঠিতে
প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 11.5 ওভারে 5 উইকেটে 37 রান তুলেছিল ভারত। তিন ভরসাযোগ্য ব্যাটসম্যানকে হারানোর পর এই মুহূর্তে টিম ইন্ডিয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল। যদিও বর্তমানে ভারতের ইনিংসে বাগড়া হয়েছে বৃষ্টি। এখন দেখার সেই সমস্যা কাটিয়ে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে কত বড় লক্ষ্য রাখতে পারে ভারত।