শত অপবাদের মুখাগ্নি! ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতকে জয়ের স্বাদ দিল রোহিত, বিরাট

Published:

India Vs Australia team India wins 3rd ODI against Australia
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ যে ব্যর্থ, কাল সে রাজা! এটাই ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত দুই ওয়ানডেতে (India Vs Australia) বিরাট কোহলি শূন্যতে আউট হওয়ার পর উঠে এসেছিল এই তত্ব। অনেকেই বলেছিলেন, ক্রিকেট তো মুহূর্তের খেলা… কখন কী হয় বলা যায় না। শনিবার সে কথাই খেটে গেল অক্ষরে অক্ষরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিজে টিকে থেকে শেষ ওয়ানডেতে ভারতকে জেতালেন দুই পরিচিত নাম রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই মহাতারকার দাপট দেখে বিশ্ব ক্রিকেট বলছে, ‘মেজাজ ফিরে পেয়েছে ভারতীয় দল।’

শেষ ওয়ানডেতে কামাল দেখাল রোকো জুটি

শনিবার, ওয়ানডেতে 18 তম টস হারে ভারত। সেই সূত্রেই ভাগ্যের পরীক্ষায় জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে এদিন রোহিত, বিরাটের মতোই জেগে উঠেছিল ভারতের বোলিং বিভাগও। অজিদের বিপক্ষে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ দেখে মনে হচ্ছিল আজই যেন সব শোক, যন্ত্রণা কাটিয়ে উঠবে তারা। না বললেই নয়, দীর্ঘ অপবাদ এবং উপহার সহ্য করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট তোলেন হর্ষিত রানা। তিনি ছাড়াও দলের প্রত্যেক বোলারই আজ উইকেট পেয়েছেন। আর সেই সূত্র ধরেই নির্ধারিত ওভারের আগে 236 এ গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

পরবর্তীতে প্রতিপক্ষের 237 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। রোহিত শর্মার সাথে জুটি বেঁধে ব্যাটের জাদু দেখাতে থাকেন গিলও। তবে কিছুদূর এগোতেই 24 রানে জশ হ্যাজলউডের হাতে উইকেট দিয়ে বসেন শুভমন। ম্যাচের দায়িত্ব গিয়ে পড়ে দুই মহাতারকা রোহিত এবং বিরাটের উপর। সেখান থেকেই 1 উইকেট নিয়েই ভারতকে জেতালেন দুই মহারথী। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুন ঝরানোটা শুরু করেছিলেন রোহিত। শেষটা অবশ্য করলেন বন্ধু বিরাটের সাথে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের যন্ত্রণা এবং নিজ ব্যর্থতাকে সঙ্গী করেই বন্ধু রোহিতের সাথে ব্যাট ঘুরিয়েছিলেন বিরাট। মাথা ঠান্ডা রেখে অস্ট্রেলিয়াকে যোগ্য জবাব দিয়েছেন দুজনেই। বলেদি, আজ 125 বলে খেলে 13টি চার এবং 3টি ছয় সহযোগে 121 রানের দুরন্ত ইনিংস খেলেছেন রোহিত। অন্যদিকে সেঞ্চুরি ফসকালেও অর্ধশতরানের পর শেষ পর্যন্ত অপরাজিত থেকে 81 বলে 71 রান করেন বিরাট। তাঁর ব্যাটে এদিন 7টি বাউন্ডারি দেখেছিল অস্ট্রেলিয়া।

অবশ্যই পড়ুন: ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাদের শ্লীলতাহানি! গ্রেফতার আকিল খান

প্রসঙ্গত, বিগত দিনগুলিতে রোহিত এবং বিরাটকে নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে, দিনের পর দিন দুই সুপারস্টারের ফর্ম নিয়ে একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যেভাবে ট্রোল করা হয়েছে সেই সব অপবাদ, উপহাসের মুখে শনিবার আগুন দিলেন দুই মহাতারকা। সমর্থকদের হতাশা, একরাশ কটুক্তিকে দূরে সরিয়ে রেখে বিরাট কোহলিও প্রমাণ করলেন, পরপর দুই ম্যাচে শূন্যতে আউট হয়েও ঘুরে দাঁড়ানো সম্ভব। সব মিলিয়ে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ না জিতলেও একেবারে শেষ মুহূর্তে দুই পছন্দের তারকার দাপুটে ইনিংসে জাতীয় দলের জয় দেখে সিরিজ জেতার থেকেও কয়েক গুণ আনন্দ অনুভূত হচ্ছে ভক্তদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join