বৃষ্টির জন্য ভেস্তে যাবে গাব্বা টেস্ট? বড় ঝটকা খেতে পারে টিম ইন্ডিয়া

Published on:

brisbane test

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ ব্রিসবেনে আয়োজিত হবে। আগামী পরশু ১৪ ডিসেম্বর থেকে এই ম্যাচ শুরু হবে। তাঁর আগে দুই দলের প্রস্তুতি তুঙ্গে। বর্তমানে দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচের মধ্যে দুজনাই একটি করে জয় পেয়েছে। প্রথম টেস্টে ভারত জয় পেয়েছিল, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছে। তবে তৃতীয় ম্যাচ নিয়ে খারাপ খবর আসছে। জানা যাচ্ছে যে, তৃতীয় টেস্ট নাকি বাতিল হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গাব্বা টেস্টের ৫ দিনই বৃষ্টির আশঙ্কা

ওয়েদার রিপোর্ট অনুযায়ী, তৃতীয় টেস্টে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, গাব্বা টেস্টের পাঁচ দিনই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তৃতীয় টেস্টের প্রথম দিনেই ৫০% বৃষ্টির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ৪০ শতাংশ এবং চতুর্থ ও পঞ্চম দিনে ৩০ শতাংশ ও ৪০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাডিলেড টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নে জোরদার ঝটকা লেগেছে। বর্তমানে টিম ইন্ডিয়া WTC-র পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে নেমে এসেছে। এখন ভারতকে যদি ফাইনালে খেলতে হয়, তাহলে সিরিজের সব ম্যাচই জিততে হবে। এদিকে গতবারের গাব্বা টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, তাই এবারও সেই আশায় রয়েছে টিম ইন্ডিয়া। তাই গাব্বা টেস্ট বাতিল হলে, ভারতীয় দল যে বড়সড় ঝটকা খাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের তিন নম্বরে নেমে এসেছে ভারতীয় দল। বর্তমানে প্রথম স্থানে রয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুজনাই ফাইনাল খেলবে। তাই গাব্বা টেস্ট যদি বাতিল হয়, তাহলে টিম ইন্ডিয়ার আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group