বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের জার্সি গায়ে তুলতেই ভারতের পথে কাঁটা হয়ে উঠলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। মঙ্গলবার AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে (India Vs Bangladesh) মায়ের দেশে অভিষেক হতেই ভারতকে আটকে দিলেন হামজা। গোলশূন্য হল শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের মাঠ। তবে সুনীল ছেত্রীদের পায়ে কার্যত বেড়ি পড়িয়েও হতাশায় ভেঙে পড়লেন বাংলাদেশ ফুটবল দলের নতুন পথপ্রদর্শক চৌধুরী! কিন্তু কেন? জানালেন খোদ তারকা নিজেই।
হামজার গোছানো ফুটবলেই আটকে গেল ভারত!
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল দলের হয়ে অভিষেক ম্যাচ ছিল তাঁর। প্রথম ম্যাচেই, শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে সামনে পেয়েছিল হামজা। আর সেই সুযোগ কী ছাড়া যায়? তাই প্রতিবেশী দেশের কাছে ধারাবাহিক ভাবে পরাজিত হওয়ার পর গতকালের ম্যাচ একেবারে হাতছাড়া করতে চাননি তিনি। আর সেই লক্ষ্য নিয়েই, ভারতের বিপক্ষে নিজের ফুটবল শৈলী দেখালেন বাংলাদেশি বংশোদ্ভুত।
বলা চলে, হামজার অসাধারণ ফুটবল দক্ষতার কারণেই, গতকাল সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারেননি সুনীলরা। ঘরের মাঠেই বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য হয়েছে ম্যাচ। এমন আবহে, ভারতের পথের কাঁটা হয়ে উঠেও হতাশায় ভেঙে পড়েছেন বাংলাদেশের স্বপ্নের দিশারি হামজা! সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন এই বিদেশি।
ভারতকে আটকে দিয়েও হতাশ হামজা?
বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই ভারতকে আটকে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই, সাফল্য না পেলেও গোলশূন্য ম্যাচে শত্রুকে আটকে মুখের হাসি চওড়া হওয়াই উচিত। তবে হামজার তেমনটা হয়নি। বরং ভারতকে আটকে দিয়েও হতাশ হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা জানিয়েছেন, দেশের জার্সিতে অভিষেকের অনুভূতি সত্যিই আনন্দের। আমি সত্যিই খুব গর্বিত।
অবশ্যই পড়ুন: সে থাকলেই ম্যাচ যেতে KKR! সুহানা নয়, শাহরুখের লাকি চার্ম অন্য কেউ, কে এই সুন্দরী?
ম্যাচ প্রসঙ্গে, হামজা বলেন, প্রথমার্ধে খুব ভাল খেলছিলাম আমরা। আমি আমার সতীর্থদের নিয়ে সত্যিই খুব গর্বিত। মাঠে তারা খুব পরিশ্রম করেছে। আমরা প্রত্যেকেই গুড টিম স্পিরিট হয়ে খেলেছি। এরপরই ব্যর্থতা প্রসঙ্গে হামজা জানান, বাংলাদেশের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগেও এমন হয়। তবে দুঃখ করে লাভ নেই। পজিটিভ ভাইভ বজায় রাখতে হবে বলেই জানিয়েছেন হামজা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |