কলকাতাঃ বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুর শহরে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাংলাদেশের টাইগাররা। প্রথম ইনিংস হোক আর দ্বিতীয় ইনিংস, কোনও জায়গায় ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেননি শান্তরা। জাড় ফলে প্রথম টেস্টে ২৮০ রানে হারতে হয় বাংলাদেশ দলকে।
বর্তমানে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ক্লিনচিট নিতে চাইছে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যেতে চাইছে। তবে ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। প্রথম দিন ৩৫ ওভার খেলে ১০৭ রান করে বাংলাদেশের প্লেয়াররা। খোয়াতে হয় তিন উইকেট। এরপর বৃষ্টির কারণে আর একবলও খেলা হয়নি। আজ ম্যাচের চতুর্থ দিন। আজ খেলা হওয়ার সম্ভাবনা থাকলেও, ভারতের জয়ের সম্ভাবনা একদম ক্ষীণ। ওদিকে দ্বিতীয় টেস্ট চলাকালীনই বিসিসিআই বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে। বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে সূর্যকুমার যাদবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ৬ অক্টোবর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এর আগে কেমন ভাবে দল সাজাবেন সূর্যকুমার যাদব, তার একটি সম্ভাব্য তালিকা সামনে এসেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতো, টেস্ট সিরিজের মতো টি২০ সিরিজেও বাংলাদেশকে দুরমুশ করতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আর এই কারণে মারণ একাদশ সাজাচ্ছেন সূর্যকুমার যাদব।
জানা যাচ্ছে যে, সঞ্জু স্যামসনকে ওপেনিং করতে দেখা যেতে পারে। ফিনিশারের ভূমিকা পালন করবেন রিঙ্কু সিং ও শিবম দুবে। সঞ্জুর সঙ্গে অভিষেক শর্মাকে জুটি হিসেবে পাঠানো হবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকবেন সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ। পঞ্চম স্থানে ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকবেন। এরপর যথাক্রমে রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মায়াঙ্ক যাদব থাকবেন বলে আশা করা হচ্ছে। নিতিশ কুমার রেড্ডি, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, হর্ষিত রাণাকে রিজার্ভ দেখা যাবে।