শেষ টেস্ট থেকে বাদ বেন স্টোকস, চার পরিবর্তন এনে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের

Published on:

India Vs England 5th test England team Playing XI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে চলতি টেস্টের শেষ লড়াই ওভালে। আর তার আগেই জোরালো ধাক্কা খেলো ইংল্যান্ড! সকলকে অবাক করে পঞ্চম টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংলিশরা।

31 জুলাই ওভালের পঞ্চম অর্থাৎ শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন অধিনায়ক বেন স্টোকস। জানা যাচ্ছে, চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ লড়াই লড়তে পারবেন না তিনি। তবে বেন ছাড়াও প্রথম একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। কেমন হল ইংলিশদের শেষ টেস্টের একাদশ?

পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন কে?

চতুর্থ টেস্ট চলাকালীন আচমকা চোট পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক তথা তারকা অলরাউন্ডার বেন স্টোকস। জানা যাচ্ছে, হ্যামস্ট্রিং ও কাঁধের চোটের কারণে ইচ্ছে থাকলেও পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি। আর সেই সূত্র ধরেই, ওভালের ময়দানে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলি পোপ।

India Vs England 5th test England team Playing XI

শেষ টেস্টের আগে ইংল্যান্ডের একাদশে আরও তিন পরিবর্তন

ম্যানচেস্টার টেস্টের পর ভারতের বিরুদ্ধে ওভালের ময়দানে নামার আগেই স্টোকস বাদ পড়ায় বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ফলত, স্টোকসকে বাদ দেওয়া ছাড়াও শেষ টেস্টের একাদশে আরও তিনটি বড় পরিবর্তন এনেছে ইংলিশ দল।

অবশ্যই পড়ুন: মা-নাবালিকার সাথে ভয়ঙ্কর কর্মকাণ্ড, সোনা, টাকা লুঠ! গ্রেফতার নদিয়ার সিভিক ভলান্টিয়ার

জানা যাচ্ছে, অধিনায়ক বেনের জায়গায় পঞ্চম টেস্টের প্রথম একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমি ওভার্টন। এছাড়াও বাদ পড়েছেন ম্যানচেস্টার টেস্টে খেলা একমাত্র স্পিনার লিয়াম ডসন। তাঁর বিকল্প হিসেবে আবার পঞ্চম টেস্টে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেল। ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতি স্পিনার তিনি।

একই সাথে, ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চারকে পঞ্চম টেস্টের একাদশ থেকে বাদ দিয়ে তাঁর বদলি হিসেবে দলে আনা হয়েছে গ্যাস অ্যাটকিনসনকে। বলে রাখি, ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে এই প্রথম সুযোগ পেলেন তিনি। সব শেষে ইন্ডিয়ার বিরুদ্ধে দাপুটে পারফরমেন্স দেখানো সত্ত্বেও বাদ পড়েছেন ব্রাইডন কার্স। ইংলিশ তারকার বদলি হিসেবে শেষ টেস্টের প্রথম একাদশে জায়গা হয়েছে জশ টাংয়ের। এখন দেখার, চার বড় বদল নিয়ে ভারতের বিরুদ্ধে কতটা রুখে দাঁড়াতে পারে ইংল্যান্ড।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥