বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে (India Vs England) আসন্ন টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার হাত ধরে। 5 ম্যাচের টি-টোয়েন্টির প্রথমটি কলকাতা ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার পর বাকি চার 20 ওভারের শেষ খেলাটি গড়াবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। কাজেই দীর্ঘ অপেক্ষায় জল ঢেলে ভারত-ইংল্যান্ডের দ্বৈরথ চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন কলকাতাবাসী।
ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তারিখ ও রণক্ষেত্র
ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজকে পাখির চোখ করে নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন সূর্যকুমার যাদবরা। শনিবারই ইংলিশ বাহিনীর বিরুদ্ধে 20 ওভারের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। দেশের জার্সি গায়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে কলকাতায় আসতে হবে টিম ইন্ডিয়াকে। 22 জানুয়ারি, বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে অক্ষর প্যাটেলরা।
টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচ রয়েছে 25 জানুয়ারি, শনিবার, এদিন ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ভারতীয় দলের রণক্ষেত্র চেন্নাই। এরপর 28 জানুয়ারি, মঙ্গলবার ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় যুদ্ধক্ষেত্র রাজকোট, 31 জানুয়ারি, শুক্রবার ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টির ময়দান দখল করবে ভারতীয় দল। এদিনের রণক্ষেত্র পুনে। চতুর্থ টি টোয়েন্টির পর জানুয়ারিকে বিদায় জানিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েই সে মাসের 2 তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ অর্থাৎ পঞ্চম ম্যাচটি আয়োজিত হবে।
ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে?
কলকাতাকে ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য বেছে নেওয়ার পরই ইডেন ম্যাচের টিকিট নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছিল। জল্পনা তৈরি হয়েছিল টিকিটের দাম নিয়েও। তবে সোমবার সেই সব যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, আজ অর্থাৎ 14 তারিখ থেকে আগামী 16 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ টানা 3দিন সকাল 11 টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বক্স অফিসে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট পাওয়া যাবে।
বলে রাখা ভাল, ইডেনে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখতে হলে অফলাইন মাধ্যমে টিকিট কাটতে হবে দর্শকদের। টিকিট বিক্রি হবে ইডেনের চার নম্বর গেটে। তবে অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার সুযোগ পাবেন সম্ভাব্য দর্শকরা। মূলত, জোমাটো, পেটিএম ইনসাইডার থেকে অনলাইনে টিকিট কাটা যাবে।
অবশ্যই পড়ুন: ভেঙে দু’টুকরো হচ্ছে ভারত, নিশ্চিহ্ন হয়ে যাবে ৬ রাজ্য! ভয়ঙ্কর সতর্কবার্তা বিজ্ঞানীদের
ইডেন ম্যাচের টিকিট মূল্য
দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইডেনে ভারত-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে হলে সাধারণ দর্শকদের জন্য টিকিট মূল্য শুরু হচ্ছে 800 টাকা থেকে। এরপর 1300, 2000 এবং 2500 টাকার টিকিটও রাখা হয়েছে। বলে রাখা ভাল, সাধারণ দর্শকদের টিকিট বিক্রি শেষ হলেই 17 এবং 18 জানুয়ারি দু’দিন অ্যানুয়াল মেম্বার এবং লাইফ মেম্বারদের টিকিট দেওয়ার কাজ শুরু করবে ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ।