বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাইনালের আগে চরম দুঃসংবাদ! বিগ সানডেতে জোরালো বর্ষণ করতে পারেন ইন্দ্র দেব। হ্যাঁ, দুবাই থেকে এমন খবরই ভেসে আসছে। জানা যাচ্ছে, আগামী রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের (India Vs New Zealand) ম্যাচে খলনায়ক হয়ে উঠতে পারে বৃষ্টি। কিন্তু মরুদেশে বর্ষণ? সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু ওয়েদার রিপোর্ট জানিয়েছিল, দুবাইতে আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সেই সব তথ্য উড়িয়ে দিয়ে নতুন খবর সামনে এসেছে। সূত্র বলছে, বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে রোহিতদের মেগাফাইনাল।
ঠিক কী বলছে ওয়েদার রিপোর্ট? | India Vs New Zealand Final Weather Report |
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ছেলেদের ফুটিয়ে দুবাইয়ে মিনি বিশ্বকাপের প্রধান মঞ্চে ভারতের প্রতিপক্ষ হয়েছে কিউইরা। এমতাবস্থায়, বিগ সানডের হাইভোল্টেজ ম্যাচের আগে দুঃখের খবর শোনালো আবহাওয়া অফিস!
খোঁজ নিয়ে জানা গেল, পরশুদিন অর্থাৎ রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ পন্ড করবে বৃষ্টি! আগের সমস্ত রিপোর্ট উড়িয়ে দুবাইতে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এহেন আবহে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কায় ভুগছেন দু দলের খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত সকলেই।
রিজার্ভ ডে-তে গড়াবে ম্যাচ?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, 9 মার্চ দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলত, শেষ পর্যন্ত বৃষ্টির কারণে রবিবারের ম্যাচ ভেস্তে গেলে স্বাভাবিকভাবে দ্বিতীয় দিনের রিজার্ভ ডে-তে গড়াবে ফাইনাল। তবে সেখানেও রয়েছে আশঙ্কা। সূত্র বলছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ফাইনালের জন্য দ্বিতীয় দিনকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে। শোনা যাচ্ছে, এদিনও নাকি আবহাওয়ার মুড খুব একটা ভাল থাকবে না। সেক্ষেত্রে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে বৃষ্টি আসলে ভেস্তে যেতে পারে রিজার্ভ ডে-র ম্যাচও। তাহলে করণীয় কী? কার হাতে উঠবে ফাইনালের ট্রফি?
অবশ্যই পড়ুন: ৮ মাসেই সিদ্ধান্ত বদল! অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী, নেপথ্যে কোন কারণ?
দুদিনই ম্যাচ ভেস্তে গেল কার হাতে উঠবে ট্রফি?
বেশ কিছু সূত্র মারফত খবর, বৃষ্টির কারণে যদি 9 মার্চের খেলা ভেস্তে যায় সে ক্ষেত্রে দ্বিতীয় দিন অর্থাৎ 10 মার্চের রিজার্ভ ডে-র ওপর ভরসা করতে হবে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলকেই। তবে বৃষ্টির মেজাজ বিগড়ে যদি এদিনও ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়। সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলকেই জয়ী ঘোষণা করা হতে পারে। আর সেই সূত্র ধরেই ট্রফি ভাগাভাগি করে নিতে হবে রোহিত শর্মা ও মিচেল স্ট্যান্টনারদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |