১০৭ রান ডিফেন্ড করে ২০০৪-র পুনরাবৃত্তি করবে ভারত? প্রথম উইকেট খোয়াল নিউজিল্যান্ড

Published on:

india vs nz 5th day

বেঙ্গালুরুঃ নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ব্যাকফুটে টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ইনিংসে ৪৬ রান করে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ রান করে। যদিও দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। ৪৬২ রান করে কিছুটা স্বস্তি দিলেও নিউজিল্যান্ডের সামনে মাত্র ১০৭ রানের লক্ষ্য রাখে।

WhatsApp Community Join Now

পঞ্চম দিনের খেলাতেও সমস্যা শুরু করে বৃষ্টি। বেঙ্গালুরুর মাঠে বৃষ্টি হওয়ার কারণে খেলা অনেক দেরিতে শুরু হয়। এখন সবার প্রশ্ন হচ্ছে যে, ভারত কী ১০৭ রানের আগেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিতে পারবে? যদিও, এটাই প্রথম নয়। এর আগেও ভারত এমন কীর্তি করেছে। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস দেখলে, এর আগেও টিম ইন্ডিয়া এত কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ পকেটে পুড়েছে।

২০ বছর আগে ১০৭ রানের লক্ষ্য দিয়েও জিতেছিল ভারত

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কীর্তি করেছিল ভারতীয় দল। মুম্বইয়ে অজিদের সামনে মাত্র ১০৭ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমে অস্ট্রেলীয় দল মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়। ভারত সেই টেস্ট ১৩ রানে জিতেছিল। সেই সময় হরভজন সিং সবথেকে বেশি ৫ উইকেট নিয়েছিলেন। এটা ছিল ভারতীয় দলের ইতিহাসে সবথেকে কম রানের টার্গেট দিয়ে ম্যাচ জয়ের কাহিনী। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৩ ও সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১৭০ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার কৃতিত্ব রয়েছে ভারতীয় দলের উপর।

IND Vs NZ Test Live

এখনও পর্যন্ত ম্যাচের আপডেট অনুযায়ী, নিউজিল্যান্ড দল ৭ ওভারে ১ উইকেট খুইয়ে ৯ রান করেছে। জসপ্রীত বুমরাহ প্রথম ওভারেই কিউয়িদের অধিনায়ক টম লাথামকে এলবিডব্লিউ করিয়ে প্যাভিলিয়নে ফেরান।

সঙ্গে থাকুন ➥
X